আজকাল ওয়েবডেস্ক: চোট সারিয়ে ফিরছেন বেন স্টোকস। মঙ্গলবার থেকে মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ফিরবেন ইংল্যান্ডের অধিনায়ক। দ্বিতীয় টেস্টের দলে স্টোকসকে রাখা হয়েছে। দু'মাস আগে চোটের কবলে পড়েন ইংল্যান্ডের অধিনায়ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেনি। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টেও ছিলেন না। ইনিংসে জেতে ইংল্যান্ড। আগস্টের শেষে লর্ডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের পর দলে ফিরবেন ম্যাথিউ পটস। বিশ্রাম দেওয়া হচ্ছে গাস আটকিনসন এবং ক্রিস ওকসকে। ব্যাটের পাশাপাশি তৃতীয় সিমার হিসেবে খেলবেন স্টোকস। প্রথম টেস্টের আগে নেটে বল করতে দেখা যায় ইংল্যান্ডের অধিনায়ককে। স্টোকস বলেন, 'আমাদের বিচক্ষণ হতে হবে। আমি তৃতীয় সিমার হিসেবে খেলছি। আমি বল করতে পারব। উপযুক্ত সময় আমি বল করার জন্য তৈরি। বল করা নিয়ে আমার মনে কোনও দ্বিমত নেই।' 

স্টোকস আশাবাদী হলেও সবটাই নির্ভর করবে পরিস্থিতির ওপর। বল করতে না পারলেও, ব্যাটার হিসেবে কি খেলবেন স্টোকস? ইংল্যান্ড অধিনায়কের দাবি, একসময় এমন ভাবনা তাঁর মনেও এসেছিল। কিন্তু আপাতত বল করার মতো জায়গায় আছেন তারকা অলরাউন্ডার। এই প্রসঙ্গে স্টোকস বলেন, 'এই চিন্তা-ভাবনা আমার মাথায় ছিল। কিন্তু এখন আর কোনও সমস্যা নেই।' প্রসঙ্গত, মুলতানে প্রথম টেস্ট ইনিংস এবং ৪৭ রানে জেতে ইংল্যান্ড। স্টোকসের অনুপস্থিতিতে নেতৃত্ব দেন অলি পোপ।