আজকাল ওয়েবডেস্ক: জো রুটের ৩৬-তম শতরানের দিনে ইংল্যান্ড হারাল নিউজিল্যান্ডকে। ইংল্যান্ডের তারকা ব্যাটার যে সেঞ্চুরি পাবেন, তার ইঙ্গিত ছিলই। গতকাল ৭৩ রানে অপরাজিত ছিলেন জো রুট। এদিন সেঞ্চুরি করেন তিনি।
কিউয়িদের দ্বিতীয় ইনিংসে ২৫৯ রানে আউট করে ওয়েলিংটনে ইংল্যান্ড জেতে ৩২৩ রানে। কী হল নিউজিল্যান্ডের? এই কিউয়িরাই ভারতে এসে রোহিত-বিরাটদের হোয়াইটওয়াশ করে গিয়েছে। তারাই ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে মাথা নত করছে। তিন টেস্টের সিরিজে এক ম্যাচ বাকি থাকতে ইংল্যান্ড ২-০-এ সিরিজ জিতে নিয়েছে।
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের জয়ের টার্গেট ছিল ৫৮৩ রান। এত রান তাড়া করে জিতলে হয়তো বিশ্বরেকর্ডই তৈরি হত। কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটাররা এলেন আর গেলেন। ভাঙনের মুখে রুখে দাঁড়ালেন কেবল ব্লান্ডেল। ১১৫ রান করলেও দলের হার ঠেকাতে পারেননি তিনি।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে ওকস, কার্স ও শোয়েব বশির ২টি করে উইকেট নেন। বেন স্টোকস মাত্র ২.২ ওভারে তিন উইকেট নেন।
২০০৮ সালের পর নিউজিল্যান্ডে সিরিজ জিতল ইংল্যান্ড।
