আজকাল ওয়েবডেস্ক: ১৭ আগস্ট কলকাতা ডার্বি! অন্তত ডুরান্ড কমিটি সূত্রে এমনটাই জানা যাচ্ছে। এটা ঘটনা গ্রুপ শীর্ষে থেকে শেষ আটে চলে গিয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। কলকাতার দুই প্রধানই গ্রুপের প্রত্যেকটা ম্যাচ জিতেছে। আগামী মঙ্গলবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ড্র। যা খবর, তাতে আগামী ১৭ আগস্ট মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। সেই ম্যাচ হবে কলকাতার যুবভারতীতে।
সূত্রের খবর, ১৭ আগস্ট ডার্বি আয়োজন করতে চেয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটকে ইতিমধ্যেই না কি চিঠি দিয়েছে ডুরান্ড কাপ কর্তৃপক্ষ। পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা চাওয়া হয়েছে ওই দিন। ভেতরে ভেতরে না কি ডার্বি আয়োজনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার ডুরান্ডের শেষ রাউন্ডের খেলা। তার পর ‘জ়ুম কলে’ সকল দলের প্রতিনিধিদের সামনে নকআউটের ড্র হবে। সেখানেই নির্ধারিত হয়ে যাবে রবিবার ডার্বি হচ্ছে কি না।
আরও পড়ুন: হেডেন একেবারে..., প্রাক্তন অজি ক্রিকেটারকে তীব্র কটাক্ষ ১৯৮৩–র বিশ্বকাপজয়ী ক্রিকেটারের ...
এটা ঘটনা, ডুরান্ডের চারটে কোয়ার্টার ফাইনালের মধ্যে একমাত্র রবিবারের ম্যাচটাই হবে কলকাতায়। যদি সেই ম্যাচে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান না হয়, তা হলে দুই দলের অন্তত একজনকে খেলতে হবে বাইরের মাঠে। সেখানে প্রত্যাশিত সমর্থন পাওয়ার সম্ভাবনা কম। তাই ডুরান্ড কর্তৃপক্ষ চাইছেন যাতে রবিবারই কলকাতা ডার্বি করা যায়। অন্যান্য বার গ্রুপ পর্বেই ইস্টবেঙ্গল, মোহনবাগানকে একসঙ্গে রেখে কলকাতা ডার্বি আয়োজন করা হত। এ বার সেটা হয়নি। তাই নকআউটে যাতে দুই দল মুখোমুখি হতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। ফলে অনেকেরই মত, ভিতরে ভিতরে সূচি তৈরি। অন্তত ১৭ আগস্ট কলকাতা ডার্বি যে হবে, তা মোটামুটি নিশ্চিত। বাকিটা প্রথা মেনে একটা মিটিং হবে।
১৭ আগস্ট যে ডার্বি হচ্ছে, এমন অনেক পোস্টার ঘুরছে সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। শুধু তাই নয়, কোয়ার্টারের সম্ভাব্য সূচিও সেই গ্রুপে ‘প্রকাশ্যে’ চলে এসেছে। সেখানে জামশেদপুরের বিরুদ্ধে ডায়মন্ড হারবার, বোড়োল্যান্ড/আইটিবিপি–র বিরুদ্ধে শিলং লাজং, এবং নর্থইস্টের বিরুদ্ধে রিয়াল কাশ্মীর/ভারতীয় নৌসেনা খেলবে বলে বলা হয়েছে। এদিকে, মঙ্গলবার সন্ধে ৭টায় শুরু বোড়োল্যান্ড এফসি এবং আইটিবিপি এফটি–র খেলা। সেই ম্যাচ শেষে হলেই ঘোষিত হবে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের সূচি। আর তাতেই নিশ্চিত হয়ে যাবে ১৭ আগস্টের ডার্বির কথা।
এদিকে, মোহনবাগান কোচ মোলিনা ডায়মন্ড হারবার ম্যাচ জিতে হুঙ্কার দিয়েছেন। বলেছেন, ‘দলের খেলায় খুশি। কিন্তু আমরা নিজেদের সেরাটা দেওয়ার ধারে কাছেও নেই। মাত্র কয়েকদিন ছেলেদের অনুশীলন করিয়েছি। আমাদের কাছে এটা প্রি–সিজন এখনও। নিজেদের সেরা ফর্মে ফিরতে এখনও একটু সময় লাগবে। আর একবার তা পেয়ে গেলে।’ কথাটা আর শেষ করেননি মোলিনা।
তবে অন্যান্যবারের তুলনায় ইস্টবেঙ্গলও এবার ভাল খেলছে। ডুরান্ডে টানা তিনটি ম্যাচ জিতে উঠেছে কোয়ার্টারে। তার মধ্যে শেষ ম্যাচে ৬ গোলে জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে। এখন ১৭ আগস্ট ডার্বির অপেক্ষা। একটা সুপার সানডের অপেক্ষা। আর সেই অপেক্ষাতেই বসে আছেন ইস্ট–মোহন সমর্থকরা।
