আজকাল ওয়েবডেস্ক: আগামী বিশ্বকাপে লিও মেসি খেলবেন আর্জেন্টিনার জার্সিতে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও খেলবেন পর্তুগালের জার্সিতে। কিন্তু ব্রাজিলের জার্সিতে হয়তো দেখা যাবে না নেইমার জুনিয়রকে। ২০২৬ সালে বিশ্বকাপ খেলার স্বপ্ন হয়তো শেষ হয়ে গেল ব্রাজিলিয়ান তারকার। 

 ব্রাজিলের সামনে রয়েছে দু'টি প্রীতি ম্যাচ। আফ্রিকার দু'টি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুই ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করে দিয়েছেন জাতীয় দলের কোচ কার্লো অ্যানচেলোত্তি। এমন তিন ফুটবলারকে অ্যানচেলোত্তি ডেকেছেন, যাঁদের এর আগে ইতালিয়ান কোচ ডাকেননি। নেইমারকেও এবার দলে রাখা হয়নি। 


পালমেইরাসের স্ট্রাইকার রক, সৌদি আরবের আল ইত্তিহাদের মিডফিল্ডার ফ্যাবিনিও এবং ব্রাজিলের ক্লাব বাহিয়ার লেফট ব্যাক লুসিয়ানো জুবাকে ডেকেছেন অ্যানচেলোত্তি। 

কিন্তু নেইমারকে ব্রাত্যই করে রাখলেন তিনি। গত রবিবার নেইমার চোট সারিয়ে মাঠে ফেরেন। ৪৮ দিন পর মাঠে ফিরেছেন তিনি। চোট আঘাতের লাল চোখ নেইমারকে কিছুতেই ফিটনেসের দিক থেকে ভাল জায়গায় থাকতে দিচ্ছে না। এদিকে অ্যানচেলোত্তি যে বলেছেন, নেইমারকে ফিটনেসের দিক থেকে শীর্ষে থাকতে হবে। তাঁর মতো ফুটবলার যে কোনও দলের সম্পদ। রিয়াল মাদ্রিদের প্রাক্তন ম্যানেজার বলেন, ''নেইমারের সঙ্গে আমার কথা হয়নি। দেখা যাক পুরোদস্তুর সুস্থ হয়ে কবে খেলতে পারে।'' 

ব্রাজিলের হয়ে শেষবার নেইমার খেলেন  ২০২৩ সালে।

এদিকে রিয়াল ম্যানেজার জাবি অ্যালোন্সোর সঙ্গে এল ক্লাসিকোয় ঝামেলা লেগেছিল ভিনিসিয়াস জুনিয়রের। সেই ঝামেলার ঢেউ অবশ্য দলগঠনের সময়ে আছড়ে পড়েনি। অ্যানচেলোত্তির সময়েও ভিনি জুনিয়র ছিলেন রিয়ালের অন্যতম সেরা অস্ত্র। এখনও তিনি রয়েছেন। ব্রাজিলের দল গঠনের সময়ে এল ক্লাসিকোর সমস্যার কথা মাথায় রাখেননি অ্যানচেলোত্তি।