আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে টিম ইন্ডিয়ার সঙ্গে ট্রেনিং করতে দেখা গিয়েছিল হর্ষিত রানাকে। তবে হেডিংলি টেস্টের পরই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় তাঁকে। এবার আরও এক ভারতীয় পেসারকে দলের সঙ্গে অনুশীলনে দেখা গেল। বৃহস্পতিবার থেকে শুরু লর্ডস টেস্ট। তার আগে টিম ইন্ডিয়ার সঙ্গে ট্রেনিং করতে দেখা যায় দীপক চাহারকে। সিরিজ ১-১ থাকায় লর্ডস টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। তার আগের দিনই দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেন তারকা পেসার। তবে ভারতীয় দলের ট্রেনিং গিয়ারে দেখা যায়নি তাঁকে। কারণ ১৮ জনের দলের অঙ্গ নয় তিনি। বিসিসিআইও কিছু ঘোষণা করেনি। সুতরাং, ভেবে নেওয়া হচ্ছে, নেটে সতীর্থদের সাহায্য করেছেন চাহার। এক সূত্রের খবর অনুযায়ী, মাত্র একদিনের জন্য ভারতীয় শিবিরের সঙ্গে ছিলেন চাহার। এর আগে পাঞ্জাব কিংসের স্পিনার হরপ্রীত ব্রারকে নেটে দলকে সাহায্য করতে দেখা গিয়েছিল।
লর্ডস টেস্ট শুরুর আগে ডিউক বলের মান নিয়ে প্রশ্ন তোলেন ঋষভ পন্থ। জানান, এর আগে বলের শেপ এইভাবে নষ্ট হয়ে যেতে দেখেননি তিনি। বল নরম হয়ে গেলে প্লেয়াররা কোনও সাহায্য পাচ্ছে না। যার প্রভাব ম্যাচে পড়ছে। পন্থ বলেন, 'বলে গজ একই হওয়া উচিত। বল নিয়ে খুব সমস্যা হচ্ছে। বলের শেপ নষ্ট হয়ে যাচ্ছে। আমি এর আগে এরকম দেখিনি। এতে প্লেয়ারদের সমস্যা হচ্ছে। ব্যাটার হিসেবে প্রত্যেক বলে নতুন করে মানিয়ে নিতে হচ্ছে। তবে আমার মতে এটা ক্রিকেটের জন্য ভাল নয়।' এজবাস্টনে দুই স্পিনারে খেলেছিল ভারত। তবে লর্ডসে পেসারের সংখ্যা বাড়ানো হতে পারে।
