আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে সমস্ত নজর ছিল কেএল রাহুলের দিকে। আশা করা গিয়েছিল, লাল বলের ক্রিকেটে ব্যর্থতা কাটিয়ে আবার ছন্দে ফিরবেন। কিন্তু তাঁকে ছাপিয়ে পারথ টেস্টের প্রথম একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে নাম লিখিয়ে ফেললেন ধ্রুব জুরেল। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে তিনটে প্রস্তুতি ম্যাচ খেলতে আগেই ক্যাঙ্গারুদের দেশে পাঠানো হয় রাহুল এবং জুরেলকে। দ্বিতীয় ম্যাচে প্রথমজন ব্যর্থ হলেও, দু'হাতে পরিস্থিতি লুফে নেন দ্বিতীয়জন। দুই ইনিংসে ৪ এবং ১০ রান করেন রাহুল। অন্যদিকে দুই ইনিংসে জুরেল করেন ৮০ এবং ৬৮ রান। দলের হয়ে সর্বোচ্চ রান তাঁরই। যার ফলে পারথ টেস্টে কড়া নাড়ছেন ভারতের উইকেটকিপার ব্যাটার‌। 

শুধুমাত্র ব্যাট হাতে নয়, উইকেটের পেছনেও অনবদ্য ছিলেন। প্রসিদ্ধ কৃষ্ণর বলে জিমি পিয়ারসনের দুর্দান্ত ক্যাচ নেন। তবে এখনই ঋষভ পন্থের জায়গা নিতে পারবেন না। গ্লাভস হাতে দেখা যাবে পন্থকেই। তবে শুধুমাত্র ব্যাটার হিসেবে তরুণ উইকেটকিপারকে খেলানো হবে কিনা সেটাই দেখা। প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে যে টেম্পারামেন্ট দেখান জুরেল, তাতে মুগ্ধ অনেকেই। প্রথম ইনিংসে ভারতীয় এ দল মাত্র ১১ রানে ৪ উইকেট হারানোর পর তিনি ব্যাট করতে নামেন। ১৮৬ বল খেলে ৮০ রান করেন। দলকে বিপদের মুখ থেকে তুলে আনেন। দ্বিতীয় ইনিংসেও তারই পুনরাবৃত্তি। ভারত ৫৬ রানে ৫ উইকেট হারানোর পর নেমে ১২২ বলে ৬৮ রান করেন জুরেল। আকাশ চোপড়া মনে করেন, পারথে প্রথম টেস্টে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলানো উচিত তরুণ উইকেটকিপারকে। বল হাতে নজর কাড়েন প্রসিদ্ধ কৃষ্ণ। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট তুলে নেন।