আজকাল ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে শতরান করেন ধ্রুব জুরেল। লাল বলের ক্রিকেটে এটা তাঁর প্রথম শতরান। ধৈর্যের সঙ্গে আগ্রাসনের মিশেলে ২১০ বলে ১২৫ রান করেন ভারতের উইকেটকিপার ব্যাটার। শুক্রবার টেস্টের দ্বিতীয় দিন আহমেদাবাদে জোড়া সেলিব্রেশন করেন জুরেল। অর্ধশতরানের পর মুষ্টিবদ্ধ হাত দিয়ে স্যালুট জানান ভারতীয় ক্রিকেটার। শতরানের পর 'গার্ড অফ অনার' স্ট্যাইলে সেলিব্রেশন। অভিনব ভঙ্গিমায় সরাসরি ব্যাট তুলে ধরেন। দিনের খেলার শেষে দুই অভিনব সেলিব্রেশন নিয়ে মুখ খোলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার। জুরেল বলেন, 'আমার অর্ধশতরানের সেলিব্রেশন বাবার জন্য। শতরানের উদযাপন ভারতীয় সেনাবাহিনীর জন্য। কারণ আমি খুব কাছে দেখে দেখেছি ওরা কত পরিশ্রম করে। তাই আমি সবসময় নিজের পারফরম্যান্স ওদের উৎসর্গ করতে চাই। কারণ সেটা ওদের প্রাপ্য।' 

স্যালুট জুরেলের সিগনেচার সেলিব্রেশন হয়ে গিয়েছে। ২০২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম অর্ধশতরানের পর একই ধরনের সেলিব্রেশন করেন। তাঁর বাবা নেম চাঁদ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার। কার্গিল যুদ্ধে সামিল ছিলেন। সেই কারণেই প্রত্যেক সাফল্যের পর এইভাবে সেলিব্রেট করেন জুরেল। রবীন্দ্র জাদেজার সঙ্গে মিলে স্কোরবোর্ডে ২০৬ রান যোগ করেন জুরেল। একটুর জন্য শচীন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষণের রেকর্ড ভাঙতে পারেনি এই জুটি। ২০০২ সালে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০২ রানের পার্টনারশিপ ছিল এই জুটির। তার কয়েক রান দূরে থামে জুরেলরা। 

প্রসঙ্গত, এর আগে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ জেতার পর সেনাবাহিনীকে উৎসর্গ করেছিলেন সূর্যকুমার যাদব। এপ্রিলে পহেলগাঁও জঙ্গিহানায় নিরীহ পর্যটকদের প্রাণনাশের ঘটনার কথা ভোলেননি সূর্য। পাকিস্তান ম্যাচ জেতার পর সংহতি প্রকাশ করেন ভারত অধিনায়ক। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে জয় উৎসর্গ করেন ভারতীয় সেনাবাহিনীকে। সূর্যকুমার যাদব বলেন, 'পহেলগাঁও জঙ্গিহানায় নিহত পর্যটকদের পরিবারের পাশে আছি আমরা। আমরা সংহতি ব্যক্ত করছি। পাকিস্তানের বিরুদ্ধে এই জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করছি।' সংক্ষিপ্ত কথায় নিজের অনুভূতি ব্যক্ত করেন সূর্য। ম্যাচ শেষে পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে করমর্দন করেনি ভারতীয় ক্রিকেটাররা। এদিন পাকিস্তান প্রসঙ্গ না উঠলেও, জুরেলের সেলিব্রেশন ছিল সেনাবাহিনীর উদ্দেশে।