আজকাল ওয়েবডেস্ক: শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ। বুধবার নামছে টিম ইন্ডিয়া। এদিকে টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেক দলের ক্যাপ্টেনদের নিয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। নজরে আসে ভারত এবং পাকিস্তান অধিনায়ক পাশাপাশি বসে নেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের অধিনায়কের মাঝখানে বসেছিলেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনা নিছকই কাকতালীয় নয়। বিতর্ক এড়াতে সূর্যকুমার–আঘাকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল আয়োজকদের তরফেই।
পহেলগাঁও কাণ্ড ও অপারেশন ‘সিঁদুর’ এর পর ভারত–পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা এখনও বজায় রয়েছে। সেই কারণে দুই দেশের অধিনায়ককে একে অপরের পাশে না বসানোর জন্য আয়োজকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। তাহলে কি বিষয়টা পরিকল্পিত? উঠে আসছে তেমনই তথ্য। এমনকী এ ব্যাপারে নাকি এমিরেটস ক্রিকেট বোর্ডের কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টাও হয়েছিল। তারা এটুকু বলেছে, দুই অধিনায়ককে আলাদা রাখতে বলা হয়েছে। হয়তো সেই কারণেই বসার ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছিল।
প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা এশিয়া কাপের ‘ক্যাপ্টেন্স মিট’–এ প্রথাগত করমর্দনের পথেও যাননি। এতে কি দুই দেশের অধিনায়কদের মধ্যে ‘ঠান্ডা যুদ্ধ’ লেগে গেল? সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার বলছেন, ‘আমরা যখন মাঠে নামি, আগ্রাসন সব সময় থাকে। আগ্রাসন ছাড়া খেলা সম্ভব নাকি? মাঠে নামার কথা ভাবলে এখন থেকেই উত্তেজনা হচ্ছে।’
অন্যদিকে পাক অধিনায়ক সলমন আঘা বলেন, ‘আমার মনে হয় না খেলোয়াড়দের আলাদা করে কিছু বলার প্রয়োজন আছে। কারণ, প্রত্যেক প্লেয়ার আলাদা মানসিকতার হয়। কিন্তু মাঠে যদি কারও মনে হয়, আগ্রাসন দেখাবে, স্বচ্ছন্দে দেখাক। আমার কোনও আপত্তি নেই। তাছাড়া জোরে বোলাররা তো এমনিই আগ্রাসী হয়।’ প্রসঙ্গত, আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে দুই দল মুখোমুখি হবে। সেই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই উত্তাপ ছড়াতে শুরু করেছে।
এদিকে, এশিয়া কাপে বুধবার অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। কিন্তু নজর সেই ১৪ সেপ্টেম্বরের ম্যাচের দিকে। ওইদিন দুবাইয়ে মুখোমুখি ভারত–পাকিস্তান।
আয়োজক দেশের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ? যা বোঝা যাচ্ছে ওপেনে আসবেন শুভমান গিল ও অভিষেক শর্মা। আসল প্রশ্ন হচ্ছে, সঞ্জু স্যামসন ও রিঙ্কু সিং কি জায়গা পাবেন ভারতের প্রথম একাদশে? তিন পেসার না দুই পেসার খেলাবে ভারত? কত জন স্পিনার খেলবেন? ফিনিশারের ভূমিকায় কে থাকবেন?
গতবারের চ্যাম্পিয়ন দল এবারও বিজয়ী হওয়ার দাবিদার। দলের কোচিংয়ের দায়িত্ব নেওয়ার পর একটা কাজ নিয়মিত করে গিয়েছেন গৌতম গম্ভীর। তা হল, বিভিন্ন ফরম্যাটে যত বেশি সম্ভব মাল্টি স্কিলড প্লেয়ার খেলানো। আর নিশ্চিত করা, যাতে আট নম্বর পর্যন্ত ব্যাট করার লোক থাকে। দেখতে গেলে, আমিরশাহি যুদ্ধ আদতে ভারতের কাছে পাকিস্তান লড়াইয়ের ড্রেস রিহার্সাল। কিংবা প্রি–টেস্ট। তবে আমিরশাহি ম্যাচ ভারতকে একটা আন্দাজ দিয়ে যাবে, পাকিস্তান যুদ্ধের আগে টিম কোথায় দাঁড়িয়ে। লালচাঁদ রাজপুতের কোচিংয়ে থাকা আমিরশাহি টিমের প্লেয়ারদের কাছে আবার ভারত ম্যাচ জশপ্রীত বুমরা–শুভমান গিলদের বিরুদ্ধে খেলার একটা সুযোগ।
