আজকাল ওয়েবডেস্ক:‌ টানা পাঁচ ম্যাচে এসেছিল জয়। তারপরেই যেন ছন্দ হারিয়েছে দিল্লি। শেষ ছয় ম্যাচে জয় এসেছে মাত্র একটিতে। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। আর চারটি ম্যাচ হেরেছে দিল্লি ক্যাপিটালস। 


১১ ম্যাচে দিল্লির পয়েন্ট এখন ১৩। রয়েছে পাঁচ নম্বরে। হাতে রয়েছে তিনটি ম্যাচ। প্লে অফে যাওয়ার সম্ভাবনা এখনও রয়েছে লোকেশ রাহুলদের। কিন্তু জয়ে ফিরতে হলে কী করতে হবে দিল্লিকে?‌ উপায় বাতলে দিলেন প্রাক্তন ক্রিকেটার পীযূষ চাওলা। তিনি বলছেন, ওপেনিংয়ে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে ফিরিয়ে আনা হোক। যদিও শুরুর দিকে রান পাননি এই অজি ক্রিকেটার।


চাওলা বলেছেন, ‘‌ফ্রেজারকে আর একবার চেষ্টা করুক ওপেনিংয়ে। চেন্নাই ম্যাচে রাহুলকে ওপেন করতে পাঠানো হয়। তিনি সফল হয়েছিলেন। যদিও রাহুলের জন্য আদর্শ জায়গা হল তিন বা চার। কারণ চাপের মধ্যেই রাহুলের সেরাটা বেরিয়ে আসে। দিল্লি ইতিমধ্যেই টপ অর্ডারে একাধিক পরীক্ষা নিরীক্ষা করেছে। তবে একবার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে দিয়ে চেষ্টা করাক। ও দিল্লির এই মুহূর্তে সেরা বাজি। একটা বিস্ফোরক শুরু এনে দিতে পারলে সুবিধা দিল্লিরই। আর না পারলে তখন বিকল্প চিন্তা করতে হবে।’‌


চলতি আইপিএলে দিল্লির ওপেনিং জুটিতে গড়ে রান উঠেছে ২০.‌১৮। যা বাকি দলগুলির মধ্যে সবচেয়ে খারাপ। ম্যাকগার্ক ৬ ইনিংসে করেছেন ৫৫। অভিষেক পোড়েল সাত ইনিংসে ১৯১। ফাফ ডু’‌প্লেসিস ৬ ইনিংসে ১৬৮। লোকেশ রাহুল চেন্নাইয়ের বিরুদ্ধে করেন ৭৭। করুন নায়ার পাঁচ ইনিংসে করেছেন ৬৫। চাওলার মতে, দিল্লিকে এখন সাহসী সিদ্ধান্ত নিতে হবে।


চাওলা বলেছেন, ‘এখন দিল্লির ডু অর ডাই পরিস্থিতি। একটা সময় মনে হচ্ছিল দিল্লি সবার আগে প্লে অফে চলে যাবে। কিন্তু এখন পরিস্থিতি পুরো বদলে গেছে। দিল্লির জন্য কাজটা এখন বেশ কঠিন। গত ছয় ম্যাচের মধ্যে চারটে হেরেছে দিল্লি। হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট করতেই পারেনি। বৃষ্টিতে খেলা ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট পেয়েছে। শেষ তিন ম্যাচের মধ্যে অন্তত দুটি জিততেই হবে দিল্লিকে। তিনটে জিতলে সবচেয়ে ভাল।’‌  ‌