আজকাল ওয়েবডেস্ক: দুর্দান্ত ফর্মের পুরস্কার পেলেন দীপ্তি শর্মা। মেয়েদের আইসিসি একদিনের ক্রিকেটের ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় দু'ধাপ ওপরে উঠে দ্বিতীয় স্থান দখল করলেন ভারতীয় অলরাউন্ডার। দীপ্তির কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং। ভারতীয় দল টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের গণ্ডি পার করতে না পারলেও যথেষ্ট ভাল পারফরমেন্স ছিল দীপ্তির। তারপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে সফল ভারতীয় অফ স্পিনার। দুই ম্যাচে তাঁর সংগ্রহ তিন উইকেট। ইকোনমি রেট ৩.৪২। যার ফলে দু'ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। একনম্বরে রয়েছেন ইংল্যান্ডের সোফি একলিস্টোন।
শুধু বোলার হিসেবেই নয়, অলরাউন্ডারদের তালিকায়ও একধাপ এগোলেন দীপ্তি। তিন নম্বরে রয়েছেন ভারতীয় অলরাউন্ডার। ভারতীয় ব্যাটারদের মধ্যে ব়্যাঙ্কিংয়ে এগোন জেমাইমা রডরিগেজও। তিন ধাপ এগিয়ে ৩০ নম্বরে রয়েছেন ভারতীয় ব্যাটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচেও নিজের ধারাবাহিকতা বজায় রাখেন দীপ্তি। তুলে নেন তিন উইকেট। নিজের বলে দুর্দান্ত একটা রিটার্ন ক্যাচও নেন ভারতীয় অলরাউন্ডার।
