আজকাল ওয়েবডেস্ক: যত কাণ্ড অস্ট্রেলিয়ায়! যেভাবেই হোক ভারতকে বিপদে ফেলতে হবে। অজি সাংবাদিকদের সামনে জাদেজা ইংরেজিতে জবাব না দেওয়ার জের যে এতদূর গড়াবে কে জানত! রবীন্দ্র জাদেজার সাংবাদিক বৈঠকে উপস্থিত অজি সাংবাদিক বারংবার অনুরোধ করেন ভারতীয় ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজারকে, একবার অন্তত ইংরেজিতে প্রশ্ন করার সুযোগ দেওয়া হোক। কিন্তু নিজের অবস্থানে অনড় থাকেন টিম ইন্ডিয়ার মিডিয়া ম্যানেজার। তিনি জানান, এই সাংবাদিক বৈঠক কেবল দেশীয় মিডিয়ার জন্য। সেই ইংরেজিতে উত্তর না দেওয়ার জন্য ম্যাচ পর্যন্ত ভেস্তে গেল।
রবিবার ভারত এবং অস্ট্রেলিয়ার সাংবাদিকদের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু জাদেজা ইংরেজি না বলে যে বিতর্কের জন্ম দিয়েছেন, তাতে ভারত ও অস্ট্রেলিয়া মিডিয়ার ম্যাচই ভেস্তে গেল।
এগিয়ে আসছে বক্সিং ডে টেস্ট। তার আগে বারুদে অগ্নিসংযোগ করা হচ্ছে একটু একটু করে। জাদেজা কি ইচ্ছাকৃত ভাবে ইংরেজিতে উত্তর দেননি? অজি মিডিয়া সেরকমই মনে করছে।
একাধিক অজি সংবাদমাধ্যমে জাদেজাকে আক্রমণ করা হয়। আক্রমণ করা হয় টিম ইন্ডিয়ার ব্যবস্থাপনাকেও।
এদিকে ভারত এবং অস্ট্রেলিয়ার সাংবাদিকদের নিয়ে রবি দুপুরে একটি ম্যাচের আয়োজন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। জাদেজার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তার প্রতিবাদে ভারতীয় সাংবাদিকরা আর ম্যাচ খেলতে রাজি হননি। প্রথমে সরে দাঁড়ান ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার। পরে অনেকেই সরে দাঁড়ান। পর্যাপ্ত খেলোয়াড়ের অভাবে শেষমেশ ম্যাচই ভেস্তে যায়।
