আজকাল ওয়েবডেস্ক: ভারত–ইংল্যান্ড সিরিজ এখনও অবধি সুপারহিট। টানটান উত্তেজনার মধ্যে চলছে টেস্ট। পাঁচ টেস্টের সিরিজে ইংল্যান্ড আপাতত এগিয়ে ২–১ ব্যবধানে। সিরিজের শেষ টেস্ট ওভালে শুরু হবে বৃহস্পতিবার থেকে।
ভারত–ইংল্যান্ড সিরিজের এই উন্মাদনা দেখে রীতিমতো উত্তেজিত ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ টড গ্রিনবার্গ। তাঁর আশা আসন্ন অ্যাশেজেও এই উন্মাদনা থাকবে। ম্যাচ ডে’র টিকিট বিক্রিও বাড়বে। এবারের অ্যাশেজের আসর বসবে অস্ট্রেলিয়ায় নভেম্বরে।
গত বর্ডার–গাভাসকার ট্রফিতে দর্শক হয়েছিল ৮ লক্ষ ৩৭ হাজার ৮৭৯ জন। গ্রিনবার্গের আশা, সেই দর্শক সংখ্যা ছাপিয়ে যাবে আসন্ন অ্যাশেজে। ভারত–ইংল্যান্ড সিরিজের জমকালো লড়াই দেখে এমনটাই মনে হচ্ছে তাঁর।
আরও পড়ুন: ফের মেসি ম্যাজিক, গোল করিয়ে আসল রাজা তিনিই
তিনি বলেছেন, ‘দারুণ হবে। তাই না? ভারত–ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত লড়াই হচ্ছে। দর্শকরা আনন্দ পাচ্ছে।’
অস্ট্রেলিয়ায় এর আগে বর্ডার–গাভাসকার ট্রফিতে এত দর্শক হয়নি। যা হয়েছিল ২০২৪–২৫ এর সিরিজে। তবে অস্ট্রেলিয়ার মাটিতে কোনও সিরিজে সবচেয়ে বেশি দর্শকের রেকর্ড রয়েছে সেই ১৯৩৬–৩৭ সালের অ্যাশেজ সিরিজে। যে সিরিজে অধিনায়ক ছিলেন ডন ব্র্যাডম্যান। সেবার সিরিজে মোট দর্শক হয়েছিল ৯ লক্ষ ৪৬ হাজার ৭৫০ জন।
গ্রিনবার্গ আরও বলেছেন, ‘আমাদের ইংরেজ বন্ধুরা যখন আসবে তখন দর্শকরা আগ্রহের সঙ্গে সেই সিরিজ দেখবে বলেই আশা রাখি। ইংরেজরা খুব ভাল ক্রিকেট খেলছে। আশা করি দারুণ লড়াই হবে।’
আরও পড়ুন: ওভাল টেস্ট শুরুর আগেও সেই বল বিতর্ক, এবার সরকারিভাবে অভিযোগই জানিয়ে ফেলল ভারতীয় দল ...
গ্রিনবার্গ জানিয়েছেন, ইতিমধ্যেই নাকি অ্যাশেজের টিকিট নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে। তাঁর কথায়, ‘এই অ্যাশেজটা দুর্দান্ত হবে। সবাই দারুণ ক্রিকেট উপভোগ করতে পারবে।’
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ইতিমধ্যেই নাকি পারথ, ব্রিসবেন, অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে অ্যাশেজ টেস্টের প্রথম দিনের টিকিট সব বিক্রি হয়ে গেছে। এমনকি গাব্বা, অ্যাডিলেড ওভাল, সিডনি টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনের টিকিটও নাকি শেষ।
এদিকে, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওভাল টেস্ট। প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার যেমন বিকেলের দিকে ভাল রকম বৃষ্টির আশঙ্কা রয়েছে ওভালে। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কমলা সতর্কতা জারি করা হয়েছে। তৃতীয় ও পঞ্চম দিন বৃষ্টির সম্ভাবনা তুলনায় কম।
খেলার পাঁচ দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। প্রথম দিন সকালে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আর স্থানীয় সময় বিকেল তিনটে থেকে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
অর্থাৎ এই টেস্টেও বৃষ্টি ভাল রকম থাবা বসাতে পারে। এর আগে ম্যাঞ্চেস্টার টেস্টেও বৃষ্টির ভ্রুকুটি ছিল। কিন্তু খেলার পাঁচ দিনই কিন্তু বৃষ্টি হয়নি।
এদিকে, ওভাল টেস্টে বড় ঝুঁকি নিতে চলেছে টিম ইন্ডিয়া। জসপ্রীত বুমরা ছিটকে গিয়েছেন পঞ্চম টেস্টে। বিশ্বের অন্যতম সেরা বোলারকে বাইরে রেখে ওভালে দল নামাবে ভারত। বুমরার পরিবর্তে হয়তো ওভালেই অভিষেক হতে চলেছে বাঁ হাতি পেসার অর্শদীপ সিংয়ের।
