আজকাল ওয়েবডেস্ক: চোটমুক্ত স্টিভ স্মিথ। খেলতে পারবেন শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে। প্রসঙ্গত, ব্যক্তিগত কারণে কামিন্স সরে যাওয়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে অধিনায়ক করা হয়েছে স্মিথকে। কিন্তু তিনি চোট পেয়েছিলেন। তবে এখন তিনি সুস্থ বলে জানিয়েছেন নির্বাচকরা। প্রসঙ্গত, প্রথম টেস্ট শুরু হবে ২৯ জানুয়ারি। দ্বিতীয় টেস্ট ৬ ফেব্রুয়ারি থেকে। দুটো ম্যাচই হবে গলে।
বিগ ব্যাশ খেলার সময় ডান হাতের কনুইয়ে চোট পেয়েছিলেন স্মিথ। এরপরই স্মিথের টেস্ট সিরিজে খেলা নিয়ে জল্পনা শুরু হয়। প্রথমে শোনা যাচ্ছিল তিনি টেস্টে সিরিজ থেকে ছিটকে গেছেন। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, স্মিথের চোট গুরুতর নয়। তিনি টেস্ট সিরিজে খেলতে পারবেন। দলের সঙ্গে দুবাইয়ে প্রস্তুতি শিবিরে যোগ দেবেন স্মিথ। তারপর যাবেন শ্রীলঙ্কা সিরিজে।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘স্মিথ সুস্থ আছে। দলের সঙ্গে দুবাইয়ে প্রস্তুতি শিবিরে যোগ দেবে। প্রথম টেস্ট থেকেই খেলবে।’
এটা ঘটনা অস্ট্রেলিয়া ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
