আজকাল ওয়েবডেস্ক: ফরাসি ওপেনের নতুন রানি কোকো গফ। শনিবার মহিলাদের ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের গফ ৬-৭ (৫-৭), ৬-২, ৬-৪-এ হারান সাবালেঙ্কাকে। ফরাসি ওপেন পেল নতুন মহিলা চ্যাম্পিয়ন। ২১ বছর বয়সি এই মার্কিনীর এটা দ্বিতীয় খেতাব। এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ওপেন জিতেছিলেন কোকো। সেবারও ফাইনালে তিনি হারান সাবালেঙ্কাকে। ২০২২ সালে ফরাসি ওপেনের ফাইনালে নেমেছিলেন কোকো। কিন্তু সেবার হেরে যান। এবার আর ভুল করেননি তিনি। সাবালেঙ্কাকে হারানোর পরে স্ট্যান্ডে মা-বাবার সঙ্গে নাচতে শুরু করেন কোকো। ম্যাচ হারানোর শোকে সাবালেঙ্কা তখন কাঁদছেন। ভাবছেন কোথায় তাঁর ভুল হয়ে গেল। 

গফের আগে সর্বশেষ মার্কিন খেলোয়াড় হিসেবে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন সেরিনা উইলিয়ামস। ২০১৫ সালের সেই ফাইনালে চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভাকে হারিয়ে তৃতীয়বার ফরাসি ওপেনের রানি হয়েছিলেন সেরিনা। 

এর আগে এই দুই তারকা ১০ বার মুখোমুখি হয়েছিলেন। দু'জনই পাঁচ বার করে জেতেন। এবারের লড়াইয়ে কোকো জিতলেন। এর আগে তিন বছর এই ট্রফি দখলে ছিল ইগা শিয়নটেকের। তাঁকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন সাবালেঙ্কা। দিনটা তাঁর ছিল না এদিন। ক্লে কোর্ট তাঁর পছন্দের নয়। সেই ক্লে কোর্টেই কোকো টেক্কা দিয়ে গেলেন সাবালেঙ্কাকে। 

প্রথম সেটে শুরুটা দুর্দান্ত করেছিলেন সাবালেঙ্কা। এগিয়ে গিয়েছিলেন ৪-১ গেমে। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে নিয়ে যান সেট। প্রথম সেট কোকো হেরে গেলেও দ্বিতীয় সেটে সাবালেঙ্কাকে দাঁড় করিয়ে হারান। তৃতীয় সেটে মরিয়া চেষ্টা চালিয়েছিলেন বেলারুশের তারকা। কিন্তু মোক্ষম সময়ে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বসে র‌্যাকেট। কোকো গফকে বরং শান্ত দেখিয়েছে। চাপ অনুভব করেননি তিনি। ম্যাচ জেতার পরে ক্লে কোর্টে শুয়ে পড়েন মার্কিন তরুণী। 

হেরে গিয়ে নিজেকে ধরে রাখতে পারেননি বেলারুশের তারকা। কেঁদে ফেলেন। মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, ''কোকো আজ তুমি আমার থেকে ভাল খেলেছো।'' তখন দূরে শান্ত ভাবে বসে আছেন কোকো গফ।