আজকাল ওয়েবডেস্ক:‌ টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস ব্রায়ান লারার দখলেই রয়ে গেল। সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডারের সামনে। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩৬৭ রানে যখন তিনি অপরাজিত, তখনই ডিক্লেয়ার ঘোষণা করে দেন। প্রসঙ্গত, টেম্বা বাভুমা না থাকায় জিম্বাবোয়ের বিরুদ্ধে নেতৃত্বের দায়িত্ব রয়েছে মুল্ডারের কাঁধে। কিন্তু সুযোগ এসেও তিনি কেন তা হাতছাড়া করলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন।


আর ৩৪ রান করলেই লারাকে টপকে যেতেন। কিন্তু মুল্ডারের যুক্তি, লারাকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ক্রিস গেইল মনে করেন, মুল্ডার আসলে ভয় পেয়ে গিয়েছিলেন। টেস্টে দুবার ৩০০–র উপর রান আছে গেইলের। সর্বোচ্চ রান ৩৩৩। সেই গেইলের কথায়, ‘‌যদি আমি ৪০০ রান করার সুযোগ পেতাম, তাহলে আমি ৪০০ রান করতাম। এমন সুযোগ তো রোজ রোজ আসে না। আবার কবে ট্রিপল সেঞ্চুরি করবে, তার কোনও নিশ্চয়তা নেই। যখনই এরকম সুযোগ পাবে, তখন সেটা কাজে লাগানোর চেষ্টা করা উচিত। সম্ভবত ও ভয় পেয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে কী করা উচিত ও জানে না। ৩৬৭–এ দাঁড়িয়ে আছো, রেকর্ড ভাঙার চেষ্টা করবে না? কিংবদন্তি হতে গেলে, রেকর্ড ভেঙেই হতে হয়।’‌ গেইল আরও বলেছেন, ‘‌মনে হয় মুল্ডার ভুল করে ফেলেছে। ৪০০ রানের সুযোগ জীবনে একবারই আসে। ও একটা বড় সুযোগ হাতছাড়া করেছে।’‌


প্রসঙ্গত, ২০০৫ সালে টেস্টে ৩০০ রান করেছিলেন গেইল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩১৭ রান করেছিলেন তিনি। তারপর ২০১০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৩৩ রান করেছিলেন গেইল। সেটাই টেস্টে তাঁর সর্বোচ্চ স্কোর।