আজকাল ওয়েবডেস্ক: কাজে এল না শাই হোপের সে়ঞ্চুরি। পাঁচ উইকেটে ম্যাচ জিতে নিল নিউজিল্যান্ড। মিচেল স্যান্টনার খেললেন টি-টোয়েন্টি ইনিংস। ব্যাট হাতে ঝড় তুললেন তিনি। ১৫ বলে ৩৪ রান করে নিউজিল্যান্ডকে জয় এনে দিলেন।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার সংখ্যা ৫০ থেকে কমে হয়ে গিয়েছিল ৩৪। হোপের সেঞ্চুরিতে বরসা করে ক্যারাবিয়ানরা করে ৯ উইকেটে ২৪৭ রান। ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।
স্যান্টনার যখন নেমেছিলেন তখন কিউয়িদের দরকার ছিল ২৯ বলে ৫৪ রান। আরপাতদৃষ্টিতে অসম্ভব লাগলেও টি-টোয়েন্টি জমানায় এই রান কিছুই নয়। ততক্ষণে ওয়ানডে ম্যাচ হয়ে গিয়েছে টি-টোয়েন্টি। স্যান্টনার চার-ছক্কা হাঁকিয়ে ম্যাচ বের করে নেন ৩৩.৩ ওভারেই।
টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে পাঠায় ক্যারিবিয়ানদের। শুরুটা ভাল করেনি ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের ইনিংসে শাই হোপ ছাড়া আর কেউই রান করতে পারেননি। ৬৯ বলে ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ক্যারিবিয়ান হোপ। ১৩টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। বাকিরাও যদি ব্যাট হাতে জ্বলে উঠতেন তাহলে ওয়েস্ট ইন্ডিজ আরও হৃষ্টপুষ্ট রান করত। সেক্ষেত্রে রান তাড়া করতে নেমে সমস্যায় পড়ত নিউজিল্যান্ড। কিউয়ি বোলারদের মধ্যে নাথান স্মিথ ৪টি ও জ্যামিসন ৩টি উইকেট নেন।
ক্যারিবিয়ানদের রান তাড়া করতে নেমে শুরুটা বেশ ভাল করেন ডেভন কনওয়ে ও রাচীন রবীন্দ্র। ১৬.৩ ওভারে দলের রান যখন ১০৬, তখন ফেরেন রাচীন রবীন্দ্র। ৪৬ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। উইল ইয়ং (১১) ও মার্ক চ্যাপম্যান (০) দ্রুত ফিরে যান। কনওয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকেন। দলীয় রান যখন ১৬৬, তখন ফিরে যান কনওয়ে। ৮৪ বলে ৯০ রান করেন তিনি। মাইকেল ব্রেসওয়েল (১১) আউট হওয়ার পরে স্যান্টনার ঝড় তুলে ম্যাচ জেতান নিউজিল্যান্ডকে। টম ল্যাথাম ৩৯ রানে অপরাজিত থেকে যান। স্যান্টনারকে যোগ্য সঙ্গত করেন ল্যাথাম। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০-এ জিতে নিল নিউজিল্যান্ড।
