আজকাল ওয়েবডেস্ক: নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলতি ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় দিনের খেলা শেষে কিংবদন্তি ক্যারিবিয়ান ব্যাটার ব্রায়ান লারার সঙ্গে দেখা করেন তিনি।

লারা মুগ্ধ হয়ে প্রশংসা জানিয়ে মজার ছলে বলেন, ‘আমাদের বোলারদের এতটা কষ্ট দিও না।’ জয়সওয়াল বিনয়ী ভঙ্গিতে জবাব দেন, ‘আমি শুধু চেষ্টা করছি, স্যার’। ২৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার ২৫৮ বলে ২২টি চার মেরে বড় ইনিংস খেলেন। দুর্ভাগ্যজনকভাবে অধিনায়ক শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে তিনি ডাবল সেঞ্চুরি মিস করেন।

খেলা শেষে বিসিসিআইয়ের প্রকাশিত ভিডিওতে জয়সওয়াল বলেন, ‘আমি সবসময় দলের কথা আগে ভাবি। কীভাবে দলের জন্য নিজের সেরা খেলাটা খেলতে পারি। উইকেটের অবস্থা বুঝে, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাট করার চেষ্টা করি। যদি শুরুটা ভালো হয়, আমি সেটিকে বড় ইনিংসে রূপ দিতে চাই। এই মানসিকতা নিয়েই আমি সবসময় ব্যাট করতে নামি।’

জয়সওয়াল দ্বিতীয় উইকেটে সাই সুদর্শনের সঙ্গে ১৯৩ রানের জুটি গড়েন। কিছুটা চাপের মধ্যে থাকা সুদর্শনের ৮৭ রানের ইনিংসের প্রশংসা করে জয়সওয়াল বলেন, ‘আমরা দু’জন ঠিক করেছিলাম, যদি সেট হয়ে যাই, তাহলে ইনিংসটা লম্বা টানব। সুযোগ এলে শট খেলব, স্ট্রাইক ঘুরিয়ে রাখব। সে সত্যিই চমৎকার ব্যাট করেছে।’

শুভমান গিলের সঙ্গেও জয়সওয়াল তৃতীয় উইকেটে ৭৪ রানের পার্টনারশিপ গড়েন। গিল সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘গিল ভাই দারুণ ব্যাট করছে। আমরা দু’জনই ভাবছিলাম, যদি ইন হয়ে যাই, তাহলে ইনিংসটা বড় করতে হবে। নতুন বলে রান তোলার সুযোগ নিতে হবে। ওর সঙ্গে ব্যাট করতে দারুণ লাগে। গিল যেভাবে খেলার গতি নিয়ন্ত্রণ করে, তা অসাধারণ।’

গিল ১৯৬ বলে ১৬টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে ১২৯ রান করেন। এছাড়া নীতিশ কুমার রেড্ডি ও ধ্রুব জুরেল ৪০ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ভারত ৫১৮/৫ স্কোরে প্রথম ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে।