আজকাল ওয়েবডেস্ক: এবার সাদা বলের ক্রিকেটেও কোচ হিসেবে দেখা যাবে ব্রেন্ডন ম্যাকালামকে। লাল বলের পাশাপাশি এবার ইংল্যান্ডের একদিনের ক্রিকেটে এবং টি-২০তেও দলের কোচ নিযুক্ত হলেন তিনি। নতুন বছরের জানুয়ারি থেকে দায়িত্ব নেবেন। ২০২৭ সাল পর্যন্ত ইংল্যান্ড দলের কোচের দায়িত্বে থাকবেন ম্যাকালাম। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে নতুন চুক্তি হয়েছে তাঁর। ২০২২ সাল থেকে ইংল্যান্ডের টেস্ট দলের কোচ ম্যাকালাম। বেন স্টোকস, জো রুটদের বাজবল স্টাইলে লাল বলের ক্রিকেট খেলা রপ্ত করান। যার অর্থ আগ্রাসী ক্রিকেট। এবার সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডকে সাফল্যের সরণিতে ফেরাতে তাঁকে দায়িত্ব দেওয়া হল।
সব ফরম্যাটে ইংল্যান্ডের কোচ নির্বাচিত হওয়ার পর ম্যাকালাম বলেন, 'টেস্ট দলের সঙ্গে গত কয়েক বছর উপভোগ করেছি। এবার সাদা বলের ক্রিকেটের দায়িত্বও সামলাতে হবে। নতুন দায়িত্ব পেয়ে খুবই উত্তেজিত। নতুন চ্যালেঞ্জ সামলানোর জন্য তৈরি। সাদা বলের ক্রিকেটের দলটাও ভাল। বাটলারের সঙ্গে কাজ করার অপেক্ষায়।' সাধারণত ইংল্যান্ড দলে বিভিন্ন ফরম্যাটে আলাদা কোচ এবং অধিনায়ক দেখা যায়। তাঁরাই প্রথম এই চল চালু করে। এবার ইংল্যান্ডের সাদা বলের কোচ হওয়ার দৌড়ে ছিলেন রিকি পন্টিং এবং ওইন মর্গ্যান। ভেসে আসছিল অ্যান্ডি ফ্লাওয়ারের নামও। তবে দৌড়ে এগিয়ে ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। কিন্তু সবাইকে অবাক করে ব্রেন্ডন ম্যাককালামের হাতেই দায়িত্ব তুলে দেওয়া হল। একজন কোচের হাতেই নিয়ন্ত্রণ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।
