আজকাল ওয়েবডেস্ক: কর ফাঁকির মামলায় ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো অ্যানচেলোত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের আদালত। বর্ষীয়ান কোচকে তিন লক্ষ ৮৬ হাজার ইউরো জরিমানা দিতে হবে। 

অ্যানচেলোত্তি দুই দফায় রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। এর মধ্যে ২০১৪-১৫ মরশুমে তিনি তাঁর ইমেজ স্বত্বের উপরে কর দেননি বলে অভিযোগ দায়ের করা হয়েছিল। ওই সময়ে রিয়াল কোচ কর ফাঁকি দেন বলে মামলা করা হয়। 

শুনানিতে অ্যানচেলোত্তি জানান তাঁকে ক্লাবের তরফ থেকে তাঁর ইমেজ স্বত্বের উপর কর দেওয়ার বিষয়টি জানানোই হয়নি। এটা অনিচ্ছাকৃত ভুল। 

স্প্যানিশ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেও অ্যানচেলোত্তিকে জেলে থাকতে হবে না। স্পেনের আইনে কারাদণ্ডের কথা থাকলেও কর ফাঁকির জন্য কাউকে সেভাবে শ্রীঘরে থাকতে হয় না।