আজকাল ওয়েবডেস্ক: নভেম্বরের মাঝামাঝি শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। বর্তমানে বাংলাদেশ সিরিজ চলছে। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে। তবে এখন থেকেই ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের টিকিটের চাহিদা তুঙ্গে। বিশেষ করে বক্সিং ডে টেস্টের টিকিট। সংশ্লিষ্ট টেস্ট শুরু হতে এখনও ঠিক দু'মাস বাকি। কিন্তু এরমধ্যেই 'হট কেক'এর মতো বিক্রি হচ্ছে বক্সিং ডে টেস্টের টিকিট। যা দেখে অবাক ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা। গতবারের থেকে এবারের টিকেটের চাহিদা প্রায় সাড়ে পাঁচ গুণ বেশি। সোমবার থেকেই টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনের ট্রেন্ড দেখেই অবাক কর্তারা। প্রথম দিনই তুমুল চাহিদা। পাঁচ দিনের মধ্যে টিকিটের চাহিদা দ্বিতীয় থেকে চতুর্থ দিনের বেশি। তারমধ্যে চাহিদা ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি।
সিরিজ শুরুর দু'মাস আগে থেকেই বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে মানুষের এই আগ্রহ দেখে উচ্ছ্বসিত ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা। জোয়েল মরিসন বলেন, 'এই সিরিজ নিয়ে আমরা আশাবাদী ছিলাম। টিকিটের বিপুল চাহিদাই বলে দিচ্ছে এই সিরিজ নিয়ে মানুষের কতটা আগ্রহ। বক্সিং ডে টেস্টের টিকিট সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। বাকি চারটে টেস্টের টিকিটের চাহিদাও যথেষ্ট ভাল। তারমধ্যে টিকিটের চাহিদা ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি। অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রেমীদেরও আগ্রহ বেড়েছে। যা আগের তুলনায় অনেকটাই বেশি। একটা উত্তেজক সিরিজের অপেক্ষায়।' ২২ নভেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাভাসকর সিরিজ। পাঁচটি টেস্ট যথাক্রমে পারথ, অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনিতে হবে। জয়ের লক্ষ্য নিয়েই ক্যাঙ্গারুদের দেশে পাড়ি দেবেন রোহিত, বিরাটরা।
