আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র দু'সপ্তাহ বাকি। তার আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্ভবত পাওয়া যাবে না প্যাট কামিন্স এবং জস হ্যাজেলউডকে। যার ফলে ১৫ জনের দলে তিনটে পরিবর্তন করতে হতে পারে। চোট পেয়ে মিচেল মার্শের মতো অভিজ্ঞ অলরাউন্ডারের ছিটকে যাওয়া‌ দলের কাছে সেটব্যাক ছিল। এবার গোদের ওপর বিষফোঁড়া। কামিন্স এবং হ্যাজেলউড না খেলতে পারলে, অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। চোট ছিল অজি অধিনায়কের। এখনও বল করা শুরু করতেই পারেননি কামিন্স। বুধবার অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড দুই তারকা পেসারের চোটের আপডেট দেন। জানান, শেষপর্যন্ত কামিন্স খেলতে না পারলে, একজন নতুন অধিনায়ক বেছে নিতে হবে। 

স্থানীয় রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকডোনাল্ড বলেন, 'প্যাট কামিন্স এখনও বোলিং শুরু করতে পারেনি। তাই ওকে পাওয়ার সম্ভাবনা কম। যার অর্থ, আমাদের একজন নতুন অধিনায়ক দরকার। স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেডের সঙ্গে এই বিষয়ে আলোচনা চলছে। নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এই দু'জনের মধ্যে একজনকে নিতে হবে। স্টিভ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ভাল অধিনায়কত্ব করেছে। একদিনের ক্রিকেটেও দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। তাই এই দু'জনের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে। তবে প্যাটির খেলার সম্ভাবনা খুবই কম। জস হ্যাজেলউডও ফিট নয়। আগামী কয়েকদিনের মধ্যেই মেডিকেল রিপোর্ট এসে যাবে। তারপরই নিশ্চিতভাবে জানা যাবে।' ১২ ফেব্রুয়ারির মধ্যে ১৫ জনের চূড়ান্ত দল আইসিসিকে জমা দিতে হবে। মার্শের পাশাপাশি কামিন্স এবং হ্যাজেলউডও ছিটকে গেলে, অস্ট্রেলিয়া দলে তিনটে পরিবর্তন করতে হবে। মার্শের পরিবর্ত হিসেবে আনক্যাপড অলরাউন্ডার মিচ ওয়েনকে নেওয়ার পরামর্শ দেন রিকি পন্টিং। পেসারদের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেতে পারেন সিন অ্যাবট‌ এবং স্পেন্সার জনসন। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। অস্ট্রেলিয়ার গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।