আজকাল ওয়েবডেস্ক: বিগ ব্যাশকে আকর্ষণীয় করতে নতুন নিয়ম আনা হতে পারে। অদ্ভুত সব নিয়ম নিয়ে আলোচনা চলছে। এই ধরনের নিয়ম অদ্যাবধি দেখাই যায়নি ক্রিকেট মাঠে। বিগ ব্যাশ কর্তৃপক্ষ এসব নিয়ম নিয়ে বিশেষ চিন্তাভাবনা করতে শুরু করেছে বলে জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড। 

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্য়মের প্রতিবেদন অনুয়ায়ী, বিগ ব্যাশে এক বলে দুই আউটের নিয়ম চালু করা হতে পারে। আবার ৬টি বল ডট হলে সংশ্লিষ্ট ব্যাটসম্যানকে আউট বলে ঘোষণা করাও হতে পারে। ক্রিকেটকে আরও বেশি আকর্ষণীয়, আরও বেশি দর্শকদের কাছে যাতে গ্রহণযোগ্য হতে পারে, সেই দিকেই এগনোর চেষ্টা করছে বিগ ব্যাশ। 

দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝিতে রান আউট হওয়ার ঘটনা ক্রিকেট মাঠে নতুন নয়।  এ ক্ষেত্রে একজন ব্যাটসম্যানই আউট হন। একজন রান আউট হলে বল 'ডেড' হয়ে য়ায়। অন্য প্রান্তের ব্যাটসম্যান ক্রিজের বাইরে থাকলেও অপর ব্যাটার রান আউট হয় না। 
কিন্তু বিগ ব্যাশ এই নিয়মটি বদলানোর চিন্তাভাবনা করতে শুরু করেছে। ফিল্ডিং করা দল যদি দু'প্রান্তের উইকেট ভাঙতে পারে, তাহলে দু'জন ব্যাটসম্যানই আউট হতে পারে।  

এক বলে দু'টি আউটের পাশাপাশি একই বলে ক্যাচ ও রান আউটের কথা নিয়েও কথাবার্তা চলছে বলে জানা গিয়েছে। 

বল করার নিয়মেও বদল আনা হতে পারে বলে কথাবার্তা চালাচ্ছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। ক্রিকেটের বর্তমান নিয়ম অনুয়ায়ী, এক প্রান্ত থেকে এক ওভারই বল করতে পারেন বোলার। সংশ্লিষ্ট বোলারের ওভার শেষ হয়ে গেলে অন্য প্রান্ত থেকে বল করেন অন্য বোলার।  এতে ফিল্ডিং পরিবর্তন হয়। সময়ও খরচ হয়।  

এক প্রান্ত থেকে ৬ বলের জায়গায় ১২ বল করা যায় কিনা, তা নিয়েও আলোচনা চলছে। অবশ্য এক্ষেত্রে একটি দল এক ম্যাচে টানা দু' ওভার বোলিং করতে পারবে মাত্র দুবার। আবার টানা ৬টি বল 'ডট' খেললে আউট ঘোষণা করা হতে পারে ব্যাটসম্যানকে। 

শুধু কি ব্যাটাররা সুবিধা পাবেন!   বোলাররাও যাতে সুবিধা পান, সেই ব্যবস্থা করা হচ্ছে। কোনও বোলার যদি মেডেন করতে পারে, তাহলে  চার ওভারের জায়গায় আরও একটি ওভার বেশি করতে পারবে সংশ্লিষ্ট বোলার।