আজকাল ওয়েবডেস্ক: বাংলার ক্রিকেটে আকস্মিক দুর্ঘটনা। অকালে মৃত্যু হল এক তরুণ প্রতিভাবান ক্রিকেটারের। সোমবার সন্ধেয় শেষ নিশ্বাস ত্যাগ করেন আসিফ হোসেন। বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। সূত্রের খবর, বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন। আহত অবস্থায় তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। আসিফের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ বাংলার ক্রিকেট মহল। একজন তরুণ ক্রিকেটারের আচমকা এইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়া মেনে নিতে পারছে না কেউই। তাঁর সতীর্থরা হতবাক।
বাংলার সিনিয়র দলে সুযোগ না পেলেও বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলেছেন আসিফ। সম্প্রতি বেঙ্গল টি-২০ লিগে নজর কাড়েন। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের হয়ে একটি ম্যাচে ৯৯ রান করেছিলেন। ক্লাব ক্রিকেটে স্পোর্টিং ইউনিয়নের হয়ে খেলতেন। স্বপ্ন ছিল বাংলার সিনিয়র দলের হয়ে খেলা। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। অকালে চলে গেলেন আসিফ।
