আজকাল ওয়েবডেস্ক:‌ লিডস টেস্টে জয়ের কারণ খোলসা করলেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। জানালেন দুই ইনিংসেই ভারতের লোয়ার অর্ডারকে দ্রুত ছেঁটে ফেলাই জয়ের অন্যতম কারণ। স্টোকসের কথায়, ‘‌উইকেটটা ব্যাটিংয়ের জন্য খুব ভাল ছিল। তাই এত রান হয়েছে।’‌ 


৩৭১ রান তাড়া করতে গিয়ে ১৮৮ রানের ওপেনিং জুটি গড়েন বেন ডাকেট ও জ্যাক ক্রলি। তা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। কিন্তু অধিনায়ক স্টোকস জানিয়েছেন, ‘‌দুই ইনিংসেই ভারতীয় দলের লোয়ার অর্ডার দ্রুত ছেঁটে দিয়েছি। ফলে রান তাড়া করার বিষয়টা আমাদের আয়ত্তের মধ্যে ছিল।’‌ এরপরই স্টোকস যোগ করেছেন, ‘‌৪৫০ কিংবা ৫০০ রান হয়ে গেলে কী হত বলা মুশকিল। এখানেই কৃতিত্ব আমাদের বোলারদের।’‌ 


স্টোকসের কথায়, সঠিক মানসিকতা এবং দলের প্রতি দায়বদ্ধতার কারণেই তাঁরা জিততে পেরেছেন। টস জিতে শুরুতে বোলিং নেওয়ায় সমালোচনা হয়েছিল। সেই সব সমালোচকদের একহাত নিয়ে স্টোকস বলেছেন, ‘‌টেস্ট ক্রিকেট তো পাঁচ দিনে খেলা হয়। টস হওয়ার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে জিতলে কী করব। দুটো দলই ভাগ্যের সাহায্য পেয়েছে। ক্যাচ পড়েছে দু’দলেরই। না হলে ম্যাচটা পাঁচ দিনের হত না।’‌ তিনি আরও বলেছেন, ‘‌যেটা করার দরকার ছিল ঠিক সেটাই করেছি। যত বার চাপে পড়েছি তত বার ভাল খেলেছি। শুধু দক্ষতা নয়, সাজঘরের ইতিবাচক মানসিকতার দিকটাও তুলে ধরতে হবে।’‌