আজকাল ওয়েবডেস্ক: ক্রাইস্টচার্চ টেস্টে ইংল্যান্ডের কাছে হার মেনেছে নিউজিল্যান্ড। মন্থর ওভার রেটের জন্য কিউয়িদের  ৩ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে নেমে গিয়েছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডেরও কাটা গিয়েছে ৩ পয়েন্ট। দুই দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

এ ঘটনার প্রেক্ষিতে ক্ষুব্ধ ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস। তাঁর বক্তব্য, ক্রাইস্টচার্চে নিধারিত সময়ের ১০ ঘণ্টা আগে খেলা শেষ হয়ে গিয়েছে। এর পরেও মন্থর ওভার রেটের জন্য শাস্তি! আইসিসি-কেনিয়ম বদলানোর পরামর্শ দেন স্টোকস। 

ইনস্টাগ্রাম স্টোরিতে আইসিসিকে উদ্দেশ করে স্টোকস লিখেছেন, ''বাহ্‌ আইসিসি! নির্ধারিত সময়ের  ১০ ঘণ্টা আগেই তো খেলা শেষ করেছি।'' 

জিততে হলে ইংল্যান্ডকে করতে হত ১০৪ রান। ১২.৪ ওভারে ইংল্যান্ড জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। 

ম্যাচ যখন শেষ হয়,তখনও দেড় দিন বাকি ছিল। তার পরেও আইসিসি জরিমানা করে দুই দলকে। 


নিউজিল্যান্ড হেরে যাওয়ায় এবং তাদের থেকে পয়েন্ট কেটে নেওয়ার ফলে নিউজিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছে। কিন্তু ইংল্যান্ড সব চেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। স্টোকসদের ২২ পয়েন্ট কাটা হয়েছে। ফলে তাদেরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো নিয়ে প্রশ্নচিহ্ন পড়ে গেল। 
স্টোকস আরও বলেন, ''ফিল্ডিংয়ের সময়ে অনেক সিদ্ধান্ত নিতে হয়। বোলারের সঙ্গে ফিল্ডারদের জায়গা বদল নিয়ে কথাবার্তা বলতে হয়। অধিনায়ককে এ নিয়ে আলোচনা করতে হয়। আইসিসি-কে এ নিয়ে বহুবার বলেছিলাম। কিন্তু ওরা ধর্তব্যের মধ্যে নেয়নি।''