আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছেন না জসপ্রীত বুমরা। পরিবর্তে দলে এসেছেন হর্ষিত রানা। বুমরা না থাকায় দল কিছুটা দুর্বল হল? এরকম প্রশ্ন উঠছে। এই বিষয়ে এবার মুখ খুললেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া। তাঁর মতে, রোহিতের নেতৃত্বে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের বড় দাবিদার।
সইকিয়া বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেরা দল বেছে নিয়েছি। বিশ্বাস এই দল ট্রফি জিতবে। ভারতীয় দলে সেরা সেরা ক্রিকেটাররা রয়েছে। তাই মনে হয় না বুমরার না থাকাটা বিরাট কোনও সমস্যা তৈরি করবে।’
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে রানে ফিরেছেন রোহিত ও বিরাট। কটকে শতরান পেয়েছিলেন রোহিত। আমেদাবাদে অর্ধশতরান করেন বিরাট। যা টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়েছে। বোর্ড সচিবের কথায়, ‘দলের সবাই আত্মবিশ্বাসী রয়েছে। রোহিত ও বিরাটও রান পেয়েছে। ইংল্যান্ড সিরিজই তার প্রমাণ। দুবাইয়ের পরিবেশ ও পরিস্থিতি অনেকটা ভারতেরই মতো। ইংল্যান্ডকে দুটো সিরিজেই হারিয়ে টিম আত্মবিশ্বাসী।’
প্রসঙ্গত, বর্ডার গাভাসকার ট্রফির শেষ টেস্টে সিডনিতে চোট পেয়েছিলেন বুমরা। সেই চোট এখনও পুরো সারেনি। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে থাকলেও চূড়ান্ত দলে বুমরাকে রাখা হয়নি।
এদিকে, ভারতীয় দল শনিবারই দুবাই উড়ে যাচ্ছে। ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে।
