আজকাল ওয়েবডেস্ক: শচীন তেণ্ডুলকরের ১০ নম্বর জার্সি পরে নেমেছিলেন শার্দূল ঠাকুর। সমর্থকরা ভাল ভাবে নেননি তা। প্রবল ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছিল মুম্বইয়ের অলরাউন্ডারকে।
প্রায় একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে ভারত এ দলের পেসার মুকেশ কুমারকে। বিরাট কোহলির ১৮ নম্বর জার্সি পরে গা ঘামানোর ম্যাচে খেলতে নেমেছিলেন বাংলার পেসার মুকেশ কুমার। তার পরই সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি।
সোশ্যাল মিডিয়ায় তাঁকে প্রবল ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়। এক ভক্ত লিখেছেন,''ভারতীয় ক্রিকেটকে উজাড় করে দিয়েছে বিরাট। ন্যূনতম যেটা দিতে পারত, তা হল শ্রদ্ধা। বিরাট কোহলি নম্বরটাকে আইকনিক করে ফেলেছিল। সেই জার্সির নম্বর অন্য কাউকে দেওয়ার অর্থ বোর্ডকে নিয়েও প্রশ্ন করা। একইসঙ্গে মুকেশের প্রতিও ঘৃণার সঞ্চার হওয়া।''
আরেক ভক্ত লিখেছেন, ''দ্বিধা-দ্বন্দ্ব এই সব শব্দ মুকেশের অভিধানে নেই।''
বঙ্গপেসারকে নিয়ে তীব্র ট্রোলিং যখন হচ্ছে, তখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিন্তু মুকেশের পাশে এসে দাঁড়াচ্ছে। বিসিসিআই-এর এক কর্তা সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, ''মুকেশ ১৮ নম্বর জার্সি পরে নেমেছিল ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম টেস্টে। ইন্ডিয়া এ স্কোয়াডের বিষয়ে বলতে পারি, সেখানে কোনও নির্দিষ্ট জার্সির নম্বর থাকে না, পিঠেও থাকে না নম্বর। যে কেউ যে কোনও নম্বর তুলতে পারেন। আন্তর্জাতিক ম্যাচে লাগে জার্সির নম্বর।''
