আজকাল ওয়েবডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটারদের সঙ্গে যেতে পারবেন না তাঁদের পরিবার। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন নিয়ম লাগু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই।
২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের সঙ্গে। পাকিস্তানের সঙ্গে ভারতের পরবর্তী ম্যাচ ২৩ তারিখ। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ৯ মার্চ। ফলে এবারের সফর খুব বেশিদিনের নয়। মাত্র তিন সপ্তাহের। ফলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ক্রিকেটারদের সঙ্গে পরিবারের যাওয়ায় সম্মতি দিচ্ছে না। ৪৫ বা তার বেশি দিনের সফর হলে দু'সপ্তাহের জন্য পরিবার ক্রিকেটারদের সঙ্গ দিতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ''যদি কিছু পরিবর্তন হয়, তাহলে অন্য ব্যাপার। কিন্তু এখনও পর্যন্ত যা স্থির হয়েছে তাতে ক্রিকেটারদের সঙ্গে যেতে পারবে তাঁদের পরিবার। একজন সিনিয়র ক্রিকেটার এব্যাপারে খোঁজ খবর নিয়েছিলেন কিন্তু তাঁকে জানিয়ে দেওয়া হয় যা নিয়ম তা মেনে চলতে হবে।''
সেই বোর্ড কর্তা আরও বলেন, যেহেতু সফরের মেয়াদ এক মাসেরও কম সময় সেই কারণে পরিবার নিয়ে যাওয়া সম্ভব নয়।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল অনুসৃত হচ্ছে। পাক মুলুকে গিয়ে খেলতে অস্বীকৃত হয় ভারত। সেই কারণে রোহিত শর্মাদের ম্যাচ হবে দুবাইয়ে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন নিয়ম চালু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই।
