আজকাল ওয়েবডেস্ক: বর্ডার গাভাসকার ট্রফিতে ব্যর্থতার পর নড়েচড়ে বসেছে বিসিসিআই। একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। তার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল সাপোর্ট স্টাফে রদবদল। বোর্ড সূত্রে খবর, খুব দ্রুত গম্ভীরের সাপোর্ট স্টাফে আরও একজনকে যোগ করতে চলেছে বিসিসিআই। খুব সম্ভবত একজন ব্যাটিং কোচকে দলের সঙ্গে জুড়ে দেওয়া হবে।
বর্ডার গাভাসকার ট্রফিতে ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারতে হয়েছে। ক্রমাগত ব্যর্থ হয়েছেন রোহিত, বিরাটরা। এখনও চূড়ান্ত না হলেও বোর্ডের সঙ্গে এবিষয়ে টিম ম্যানেজমেন্টের আলোচনা হয়েছে।
বেশ কিছু নাম বোর্ডের তালিকায় রয়েছে। তার মধ্যে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করা কিছু প্রাক্তনীও রয়েছেন। এই মুহূর্তে গম্ভীরের সাপোর্ট স্টাফের মধ্যে বোলিং কোচ রয়েছেন মরনি মরকেল। দুই সহকারী কোচ রায়ান টেন ডশকাতে ও অভিষেক নায়ার। আর ফিল্ডিং কোচ টি দিলীপ।
এটা ঘটনা গম্ভীর কোচ হওয়ার পর যা যা চেয়েছেন বোর্ড তা জুগিয়ে গিয়েছে। কিন্তু পারফরম্যান্স যথেষ্ট হতাশাজনক। শ্রীলঙ্কার কাছে একদিনের সিরিজ হার। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ। বর্ডার গাভাসকার ট্রফিতে হার। তাই বোর্ড আর কোনও ঝুঁকি নিতে চাইছে না। কড়া পদক্ষেপ করতে চলেছে।
এইমুহূর্তে অবশ্য টিম ইন্ডিয়ার যাবতীয় ফোকাস আসন্ন ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির উপর।
