আজকাল ওয়েবডেস্ক: ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হার পাকিস্তানের। হারের পরই এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন বসিত আলি। ০-১ এ সিরিজে পিছিয়ে থেকে ২-১ এ জেতে ক্যারিবিয়ানরা। তৃতীয় একদিনের ম্যাচে ২৯৫ রান তাড়া করতে নেমে ৯২ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। পাকিস্তানের একদিনের ক্রিকেটের ইতিহাসে ২০২ রানে হার সবচেয়ে বড় হারের মধ্যে চতুর্থ স্থানে থাকবে। এরপরই আশঙ্কিত হয়ে পড়েন বসিত আলি। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ চাইছেন না। প্রার্থনা করছেন, যাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি জানায়। ইউ টিউব চ্যানেলে বসিত আলি বলেন, 'প্রার্থনা করছি যাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি জানায়। যেমন কিংবদন্তিদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে হয়েছিল। এমন খারাপভাবে পেটাবে ওরা, তোমরা ভাবতে পারবে না।'

পাকিস্তানের প্রাক্তনী মনে করেন, ভারতের থেকে আফগানিস্তানের কাছে হারা ভাল। বসিত বলেন, 'আমরা যদি আফগানিস্তানের কাছে হারি, আমাদের দেশে কেউ অত পাত্তা দেবে না। কিন্তু ভারতের কাছে হারলে সবাই পাগল হয়ে যায়।' ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানের ব্যাটিং অর্ডারে ধস নামে। প্রথম তিন ওভারের মধ্যে টপ অর্ডারে তিন উইকেট হারায় পাকিস্তান। ফেরেন দুই ওপেনার সাইম আয়ুব এবং আবদুল্লা শফিক। শূন্য রানে আউট হন অধিনায়ক মহম্মদ রিজওয়ান। মাত্র ৯ রান করেন বাবর আজম। মাত্র ২৯.২ ওভারে অলআউট হয়ে যায় পাকিস্তান। ১৮ রানে ৬ উইকেট নেন জেডেন সিলস। এর আগে সলমন আঘার নেতৃত্বে ২-১ এ টি-২০ সিরিজ জেতে পাকিস্তান। আসন্ন এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে হবে। পরের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেওয়া হবে। যা যুগ্মভাবে আয়োজন করবে ভারত এবং শ্রীলঙ্কা। একদিনের দলের থেকে আলাদা হবে পাকিস্তানের টি-২০ দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান ছিলেন না। এশিয়া কাপেও তেমন হতে পারে। 

প্রসঙ্গত, আগের দিনই ভারত-পাকিস্তান ম্যাচের বিরোধিতা করেন হরভজন সিং। স্পষ্ট জানিয়ে দেন, এমন পরিস্থিতিতে দুই দেশের ক্রিকেটে মুখোমুখি হওয়া ঠিক।নয়। ভাজ্জি বলেন, 'ওদের বোঝা উচিত কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা নয়। এটা বুঝলেই সমস্যা মিটে যায়। যে সৈন্য বর্ডারে দাঁড়িয়ে আছে, যার পরিবার তাঁকে দেখতে পায় না, যে অনেকসময় দেশের জন্য প্রাণ বলিদান দেয়, বাড়ি ফেরে না, ওদের আত্মত্যাগ আমাদের কাছে বড়। তার তুলনায় এটা খুবই তুচ্ছ জিনিস। ওদের কথা ভেবে আমরা একটা ক্রিকেট ম্যাচ বয়কট করতে পারব না? আমাদের সরকার জানিয়েছে, রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। ওরা বর্ডারে লড়ছে, দুই দেশের মধ্যে রাজনৈতিক টেনশন চলছে, আর আমরা পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট খেলছি। এটা হতে পারে না। এত বড় সমস্যার সামনে ক্রিকেট তুচ্ছ বিষয়। দেশ সবার আগে।' এত জল্পনা-কল্পনার পর এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের ভাগ্য কী দাঁড়ায় সেটাই দেখার।