আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের বিদায়ের পর চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগাম ভবিষ্যদ্বাণীর জন্য ক্ষমাপ্রার্থী হলেন বসিত আলি। নিউজিল্যান্ড এবং ভারতের কাছে হারে আইসিসির মার্কি টুর্নামেন্ট থেকে ছিটকে যান বাবর, রিজওয়ানরা।‌ বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে দিলে পাকিস্তানের ক্ষীণ আশা থাকত। কিন্তু সোমবার কিউয়িরা অনায়াসে জেতায়, ছিটকে যায় পাকিস্তান। এই গ্রুপ থেকে শেষ চারে ভারত এবং নিউজিল্যান্ড। এরপরই নিজের ইউ টিউব চ্যানেলে ক্ষমাপ্রার্থী হন বসিত আলি। কারণ, তিনি জানিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল লাহোরে হবে, এবং পাকিস্তান খেলবে। বাবরদের বিদায়ের পর বসিত আলি বলেন, 'ফাইনাল লাহোরে হবে বলার জন্য আমি ক্ষমাপ্রার্থী। পাকিস্তান এরকম খেলে এইভাবে ছিটকে যাবে আমি কল্পনাও করতে পারিনি।' 

পাকিস্তান বিদায় নেওয়ার পর বসিতের বাজি ভারত। চিরশত্রুদের হাতেই চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে চান পাকিস্তানের প্রাক্তনী। এই প্রসঙ্গে বসিত বলেন, 'আমি চাই ভারত আধিপত্য বিস্তার করে ট্রফিটা জিতুক। দক্ষিণ আফ্রিকা এবং ভারত ফাইনাল খেললে ভাল হবে। কারণ সেটা টি-২০ বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি হবে।' প্রায় তিন দশক পর আইসিসির এই গ্লোবাল ইভেন্ট পাকিস্তানে আয়োজিত হচ্ছে। কিন্তু প্রথম দুটো ম্যাচে হেরে বিদায় নেয় বাবররা। নিউজিল্যান্ডের কাছে উদ্বোধনী ম্যাচ হারার,‌ টুর্নামেন্টে টিকে থাকতে ভারতের বিরুদ্ধে জিততেই হত পাকিস্তানকে। শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহরা ভারতের ব্যাটিং লাইন আপে আঘাত আনতে পারেনি। ম্যাচের প্রতি বিভাগে পাকিস্তানকে টক্কর দেয় টিম ইন্ডিয়া। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান।