আজকাল ওয়েবডেস্ক: কোনও ম্যাচ না হেরে ইতিমধ্যেই লিগ খেতাব জিতেছে বার্সেলোনা। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর, গত মাসে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে ট্রফি জেতে বার্সা। 

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে চারবারের সাক্ষাতে চারটিই জিতে অনন্য এক কীর্তি গড়ে বার্সেলোনা। 

একটা সময়ে চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ ছন্দে এগোচ্ছিল বার্সেলোনা। ইন্টার মিলানের বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগে ৩-৩ ড্র করে বার্সা। ফিরতি লেগে ৪-৩ গোলে হার মেনে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় বার্সা। 

চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে চারবারের দেখায় প্রতিবারই জয়ের অনন্য কীর্তি গড়ার মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছিল কাতালান ক্লাবটি। ইন্টার মিলানের বিপক্ষে সেমি-ফাইনালের প্রথম লেগে ঘুরে দাঁড়ানোর গল্প লিখে ৩-৩ ড্র করে তারা, ফিরতি লেগেও প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ার পর আবার ঘুরে দাঁড়িয়ে জয়ের কাছে চলে যায় দলটি। এরপরই ছন্দপতন। যোগ করা সময়ে গোল হজমের পর, অতিরিক্ত সময়ে আরেকটি খেয়ে ৪-৩ গোলে বিদায় নেয় বার্সেলোনা।

লা লিগার শিরোপা নিশ্চিত করার পরদিন সমর্থকদের সামনে প্যারেড করেন বার্সার ফুটবলাররা। সেখানে নতুন স্বপ্ন দেখালেন ডিফেন্ডার আরাউহো। তিনি বলেন, ''খুব খুশি, এটা আমাদের প্রাপ্য। মরশুমের 
শুরুতে আমাদের নিয়ে বাজি ধরার কেউ ছিল না, সেই আমরাই তিনটি ট্রফি জিতেছি।'' এবার চ্যাম্পিয়ন্স লিগ হাতছাড়া হয় বার্সেলোনার। লা লিগা খেতাব জয়ের দিন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার অঙ্গীকার বার্সার খেলোয়াড়দের। আরাউহো বলেন, ''আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারিনি, তবে আমরা তা জিতব।''