আজকাল ওয়েবডেস্ক: একদিন ফিফা বিশ্বকাপ খেলবে ভারত। এখনও প্রতিনিয়ত এই আশায় বুক বাঁধেন ভারতের ফুটবল সমর্থকরা। কিন্তু দুঃখের বিষয় ফুটবল ভক্তদের এই স্বপ্ন এখনও পর্যন্ত স্বপ্ন হয়ে থেকে গিয়েছে। এমনকি, আগামী কয়েক বছরেও স্বপ্ন সত্যি হওয়ার কোনও চিহ্নই দেখা যাচ্ছে না। নইলে, জাভির মতো কোচকে কেউ ফিরিয়ে দেয়। শুক্রবার সকালে ভারতীয় ফুটবলের এক বড় খবর সামনে আসে। জানা যায়, স্পেন ও বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার ও প্রাক্তন কোচ জাভি হার্নান্দেজ নাকি ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এক প্রতিবেদনে জানানো হয়েছে, সদ্য বিদায় নেওয়া মানোলো মার্কেজের পরবর্তী কোচ হিসেবে জাভির নাম দেখে বিস্মিত হয়ে যান অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্যরা।
ভারতীয় ফুটবল ফেডারেশনের টিম ডিরেক্টর সুব্রত পাল ওই প্রতিবেদনেই নিশ্চিত করেছেন, ‘জাভির নাম ছিল তালিকায়। আবেদনটি ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছিল ফেডারেশনকে’। কিন্তু হায় রে ফেডারেশন, শুধুমাত্র স্প্যানিশ কোচের বেতন মেটানো সম্ভব নয় বলে খারিজ করে দেওয়া হয়েছে জাভির নাম। এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন সমর্থকরা। তাদের দাবি, এই দল আবার বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে, মুখ ফুটে বললে ক্রাউড ফান্ডিংয়ের ব্যবস্থা করা যেত। ফেডারেশনের বক্তব্য, জাভির মতো এক হাইপ্রোফাইল ব্যক্তিত্বকে নিয়োগ করা আর্থিক দিক থেকে সংগঠনের পক্ষে সম্ভব নয় বলে মনে করেই ফেডারেশন বিষয়টি আর এগিয়ে নিয়ে যায়নি।
জাভির কোচিং কেরিয়ার বেশ সফল। কোচ হিসেবে তিনি যাত্রা শুরু করেন কাতারের আল-সাদ ক্লাব থেকে, যেখানে তিনি ১০০টির কম ম্যাচ খেলিয়েও ৭টি ট্রফি জিতেছিলেন। পরে তিনি বার্সেলোনার হাল ধরেন, কঠিন সময়ে ক্লাবকে সামলে নিয়ে জেতেন লা লিগা। তাঁর হাত ধরেই বার্সার পরবর্তী প্রজন্ম ফুল ফোটাচ্ছে বর্তমানে। যারা ভারতীয় দলের কোচের জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে বর্তমানে তিনজনকে শর্টলিস্ট করেছে ফেডারেশন। সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন স্টিফেন কনস্ট্যানটাইন, খালিদ জামিল এবং স্টেফান টার্কোভিচ। কনস্ট্যানটাইন এর আগে কোচিং করিয়েছেন ভারতীয় দলকে।
পাশাপাশি, এক মরশুম ইস্টবেঙ্গলেরও কোচ ছিলেন তিনি। অন্যদিকে, খালিদ জামিল প্রথম ভারতীয় কোচ যিনি একটি বর্তমানে একটি আইএসএল ক্লাবের হেড কোচের দায়িত্বে রয়েছেন। এআইএফএফ শেষ পর্যন্ত কাকে বেছে নেয়, তা সময় বলবে। তবে জাভি হার্নান্দেজের মতো একজন বিশ্বমানের ফুটবল ব্যক্তিত্বের আবেদন ভারতীয় ফুটবলে নতুন আলোচনার সূচনা করেছে তাতে কোনও সন্দেহ নেই। জাভি এর আগেও মুখ খুলেছিলেন ভারতীয় ফুটবল নিয়ে। জানিয়েছিলেন, অনেক স্প্যানিশ কোচই ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত। সে কারণে তিনি সুযোগ পেলে চোখ রাখেন আইএসএলে। প্রাক্তন স্প্যানিশ তারকা যে ভারতীয় ফুটবলের জন্য সত্যিই উৎসাহী তা স্পষ্ট হয়ে গেল আরও একবার।
আরও পড়ুন: ২০২১-২৪, পাঁচ বছরে মোদির বিদেশ সফরে সরকারি কোষাগার থেকে কত খরচ? তথ্য প্রকাশ কেন্দ্রের
