আজকাল ওয়েবডেস্ক: কানপুর টেস্টে ক্রিকেট পিছনের সারিতে।মাঠের বাইরের ঘটনা নিয়েই যত চর্চা। শুক্রবার ভারতের সমর্থকদের হাতে প্রহৃত হতে হয়েছে বাংলাদেশের সুপারফ্যান 'টাইগার রবি'কে।
এবার তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে এল গুরুতর অভিযোগ। যার প্রেক্ষিতে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে টাইগার রবিকে, এমনটাই খবর সংবাদমাধ্যমে। কেন দেশে ফেরত পাঠানো হচ্ছে তাঁকে? সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যক্ষ্মা রোগে আক্রান্ত 'টাইগার রবি'। এই রোগ লুকিয়ে তিনি স্টেডিয়ামে ঢুকেছিলেন।
'টাইগার রবি'কে নিয়ে পদ্মাপাড়েও তীব্র অসন্তোষ। সেখানকার নামী সাংবাদিক আরিফুর রহমান বাবু সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''আমাদের দেশের ফ্রন্টলাইন ক্রিকেট রিপোর্টারদের অনেকেই স্পনসরের অভাবে, জাতীয় দলের ম্যাচ, সিরিজ কভার করার জন্য দেশের বাইরে যেতে পারেন না। অথচ সেই দেশে টাইগার নামধারীদের লাখ-লাখ টাকা দিয়ে বাঘ সাজিয়ে নিয়মিত দেশের বাইরে বাইরে পাঠানো হচ্ছে। তারা ক্রিকেট বোঝেন কি বোঝেন না, ম্যানার, নর্মস, এটিকেট জানেন কি জানেন না, এসব বিবেচনায় আনার বালাই নেই। যে কারণে সেই সব বাঘেরা দেশের বাইরে গিয়ে কথা, কাজে ও ব্যবহারে নানা অঘটন ঘটিয়ে সমালোচিত হয়েছেন। হচ্ছেন। এবং হনও। ‘ 'টাইগার রবি' তাদের অন্যতম‘র অন্যতম।''
চিকিৎসা করানোর জন্য ভারতে আসতে চান, এই কারণ দেখিয়ে ভিসা জোগাড় করেন 'টাইগার রবি'। একটি সংস্থার লোগো ও তার নাম সম্বলিত পোশাক পরে মাঠে ছিলেন রবি। এখানেই আপত্তি। কোনও একটি সংস্থার লোগো সম্বলিত পোশাক পরে এভাবে খেলার মাঠে থাকা যায় না। এর অর্থ তিনি ওই সংস্থার হয়ে প্রচার করছেন। ভারতীয় বোর্ডেরও আপত্তি সেখানেই। শোনা যাচ্ছে তিনি মহম্মদ সিরাজকেও গালমন্দ করেন। 'টাইগার রবি'কে নিয়ে এখন জোর চর্চা।
