আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইয়ে ভারতের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের। তার পরেই শাকিবকে বাদ দেওয়ার ধ্বনি উঠে গেল। চিপকের প্রেস বক্সে শাকিবকে নিয়ে তেতো প্রশ্ন গিলতে হল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসানকে।

চেন্নাই টেস্ট দ্রুতই ভুলে যেতে চাইবেন শাকিব। বল হাতে তাঁকে নির্বিষ দেখিয়েছে। ব্যাটিং করতে  নেমেও রান পাননি। প্রথম টেস্টের শেষে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়েই প্রশ্ন উড়ে এল শান্তর কাছে। উত্তরে বাংলাদেশ অধিনায়ক শাকিবের হয়ে ব্যাট ধরে বললেন, ''খুব সাহসী প্রশ্ন!'' শান্ত বললেন, ''কে কতটা চেষ্টা করছে, একশো ভাগ দিচ্ছে কিনা, ফিরে আসার তাগিদ কীরকম, ক্যাপ্টেন হিসেবে আমি এই দিকগুলোই দেখি।''

শাকিবের প্রসঙ্গ উত্থাপ্পন করা হয়েছে বলে কথাগুলো বললেও বাংলাদেশ অধিনায়কের এহেন মন্তব্য কিন্তু গোটা দলকে উদ্দেশ্য করেই। চতুর্থ দিন ব্যাট করার সময়ে আঙুলে আঘাত পান শাকিব। সেই প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, ''শাকিব ভাই আঙুলে চোট পেয়েছিল। রক্তও ঝরছিল। সেই কারণেই টেপ বাঁধা ছিল।'' 

সিরিজে আপাতত বাংলাদেশ পিছিয়ে পড়েছে। দ্বিতীয় টেস্টে কি শাকিব থাকবেন দলে? টু বি অর নট টু বি, এটাই বড় প্রশ্ন বাংলাদেশের সাজঘরে।