আজকাল ওয়েবডেস্ক: একটুর জন্য রক্ষা পেয়েছিল রোহিত শর্মার বিশ্বরেকর্ড। প্রায় দু’‌মাস পর মাঠে নেমেই নজির গড়েন অস্ট্রেলিয়ার ব্যাটার টিম ডেভিড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে মাত্র ৩৭ বলে শতরান করেন তিনি।

 আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম শতরান করেন তিনি। ২১৫ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে–র শেষ ওভারে ব্যাট করতে নামেন ডেভিড। ততক্ষণে তিন ব্যাটার আউট হয়েছেন। চার মেরে ইনিংস শুরু করেন ডেভিড। তার পরে আর তাঁকে থামানো যায়নি। ওয়েস্ট ইন্ডিজের তিন স্পিনার গুড়াকেশ মোতি, আকিল হোসেন ও রস্টন চেসের তিন ওভারে তিনটে করে মোট ন’টা ছক্কা মারেন ডেভিড।

আরও পড়ুন: ভবিষ্যদ্বাণী মেলেনি ভনের, তবুও তিনি হারার বান্দা নন, বললেন, 'ও খেললে হারতই না ইংল্যান্ড' ...
মাত্র ১৬ বলে ৫০ রান করে ফেলেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে মার্কাস স্টোইনিস ও ট্রেভিস হেড ১৭ বলে ৫০ করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ডেভিড। সেই সফরের পঞ্চম ও শেষ ম্যাচে এমন এক কাণ্ড করে বসেন ডেভিড যে তার জন্য নেমে আসছে শাস্তির খাঁড়া। 

আম্পায়ার ওয়াইড দেননি। আর ওয়াইড না দেওয়ার ফলে আম্পায়ারের দিকে এগিয়ে হাত ছড়িয়ে ওয়াইডের আবেদন করেন ডেভিড। সেই সময়ে তিনি অসন্তুষ্ট ছিলেন। 

ডেভিডের এহেন আচরণ ভাল ভাবে নেয়নি  আইসিসি। আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৯ বছর বয়সী ব্যাটসম্যানের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

সাধারণত এই ধরনের অপরাধের জন্য ম্যাচের পরদিন সংশ্লিষ্ট ক্রিকেটারের উপরে নেমে আসে শাস্তির খাঁড়া। কিন্তু ডেভিডের ক্ষেত্রে ব্যতিক্রমী ঘটনা ঘটল। পঞ্চম টি-টোয়েন্টির প্রায় এক সপ্তাহ পরে শাস্তির কথা ডেভিডকে জানাল আইসিসি। এমন ঘটনা স্মরণকালের মধ্যে ঘটেনি। 

২৮ জুলাই অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। রান তাড়া করার সময়ে অস্ট্রেলিয়ার ইনিংসের পঞ্চম ওভারে আলজারি জোসেফের একটি বল লেগ সাইড দিয়ে যাওয়ার পর হাত তুলে ওয়াইডের ইঙ্গিত দেন ডেভিড। ফিল্ড আম্পায়ার এই বিষয়টিই ভাল ভাবে মেনে নিতে পারেননি। ডেভিডের এহেন আচরণ আম্পায়ারের প্রতি অসন্তোষ প্রকাশ হিসেবে বিবেচনা করে আইসিসি।

সেই ম্যাচে ১২ বলে ৩০ রান করেন ডেভিড। তাঁর ইনিংসে সাজানো ছিল চারটি ছক্কা ও একটি চার। জোসেফের সেই ওভারেই ছক্কা মারতে গিয়ে ক্যাচ হন ডেভিড। অস্ট্রেলিয়া সেই ম্যাচ ৩ উইকেটে জিতে নেয়। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করে অস্ট্রেলিয়া। 

আরও পড়ুন: বোর্ডকে আরও কড়া হওয়ার জন্য গম্ভীরের বার্তা, সমস্যা বাড়তে চলেছে বুমরাহর