আজকাল ওয়েবডেস্ক: ১৯ বছরের স্যাম কনস্টাসের অভিষেক  হচ্ছে মেলবোর্নে।

কনস্টাসের অধিনায়ক প্যাট কামিন্সেরও অভিষেক ঘটেছিল ১৮ বছর বয়সে। কামিন্সের পরে কনস্টাসই অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে কম বয়সে টেস্ট খেলতে নামছেন। 
মেলবোর্নে উসমান খোয়াজার সঙ্গে ওপেন করতে নামবেন কনস্টাসই। তাঁর জন্য কামিন্সের বার্তা, ''ভাবতেই কেমন লাগে,  যখন বাড়ির উঠানে খেলার কথা, তখন জাতীয় দলের হয়ে খেলতে নামছে। আরও একটা ম্যাচ ধরেই খেলতে নামতে হবে। খেলা উপভোগ করতে হবে। স্যামের জন্য এটাই আমার বার্তা।''

স্যাম কনস্টাস প্রসঙ্গে বলতে গিয়ে প্যাট কামিন্স নিজের অভিষেকের কথা জানিয়েছেন।  ১৩ বছর আগে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক হয়েছিল কামিন্সের। 
নিজের অভিষেক টেস্ট সম্পর্কে কামিন্স বলেন, '' ১৮ বছর বয়সে আমার অভিষেক হয়েছিল। রোমাঞ্চিত ছিলাম। মনে মনে বলছিলাম যদি ভাল না খেলি, তবে আমার দোষ নয়। দোষ নির্বাচকদের। ওই নির্বোধের দল কেন ১৮ বছর বয়সী একজনকে দলে নিল।’’

ভারত-অস্ট্রেলিয়ার ব্যাট-বলের লড়াইয়ের সঙ্গে স্যাম কনস্টাসের দিকেও তাকিয়ে থাকবেন সবাই। কামিন্সও দেখবেন তাঁর সতীর্থের পারফরম্যান্স।