আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোটে জর্জরিত অস্ট্রেলিয়া। এবার আরও বড় ধাক্কা খেল অজি শিবির। শ্রীলঙ্কার মাটিতে লজ্জার রেকর্ড অস্ট্রেলিয়ার। শুক্রবার দ্বিতীয় তথা শেষ একদিনের ম্যাচে ১৭৪ রানে হার। কলম্বোয় ২৮২ রান তাড়া করতে নেমে মাত্র ১০৭ রানে অলআউট হয়ে যায় স্মিথরা। এশিয়া উপমহাদেশে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর। মাত্র ২৮ রানে শেষ ৭ উইকেট হারায় অজিরা। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাক্কালে এই রেজাল্টে মনোবল ধাক্কা খাবে। ম্যাচ শেষে অন্তর্বর্তী অধিনায়ক স্টিভ স্মিথ বলেন, 'এই রেজাল্ট আমরা চাইনি। আমরা একাধিক প্লেয়ারকে সুযোগ দিয়েছি। সবাই খেলার সুযোগ পেয়েছে। তবে শ্রীলঙ্কাকে কৃতিত্ব দিতেই হবে। ওদের সিরিজ জয় প্রাপ্য। আমরা কলম্বোতে একটু সমস্যায় পড়েছি। ওদের বোলাররা অসাধারণ বল করেছে।'
ওপেনিং স্পেলে তিন উইকেট তুলে নেন আসিথা ফার্নান্দো। বাকি কাজটা সারে স্পিনাররা। চার উইকেট নেন দুনিথ ওয়েল্লালাগে। ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার তিন। এই জয়ের ফলে ২-০ তে সিরিজ পকেটে পুরল শ্রীলঙ্কা। একইসঙ্গে আইসিসি একদিনের ব়্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠে এল। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে এই পারফরম্যান্স বুঝিয়ে দিল, আইসিসির মার্কি ইভেন্টে শ্রীলঙ্কার অভাব বোধ করবে বিশ্বক্রিকেট। লঙ্কার অধিনায়ক চরিথ আশালঙ্কা বলেন, 'অস্ট্রেলিয়াকে সবসময় হারানো যায় না। দিনটা আমাদের ছিল। স্পিনাররা খুব ভাল বল করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকাটা হতাশার। আশা করব, ভবিষ্যতে আর আমরা এরকম পরিস্থিতিতে পড়ব না।' শ্রীলঙ্কার ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছিল। কিন্তু টপ অর্ডার সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে। দিনের নায়ক কুশল মেন্ডিস। দুরন্ত ১০১ রান করেন। তাঁকে সঙ্গত দেন নিশান মাদুশকা এবং আশালঙ্কা। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরীক্ষার পথে হাঁটে অস্ট্রেলিয়া। দলে পাঁচটি পরিবর্তন করা হয়। তার খেসারত দিতে হল।
