আজকাল ওয়েবডেস্ক:‌ ব্রিসবেন অলিম্পিকের জন্য নতুন স্টেডিয়াম তৈরি করবে অস্ট্রেলিয়া। প্রসঙ্গত, ২০৩২ সালে ব্রিসবেনে বসবে অলিম্পিকের আসর। সেই অলিম্পিকের জন্য ৬৩ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়াম তৈরি করবে অস্ট্রেলিয়া। শহরের কেন্দ্রস্থলে নতুনভাবে তৈরি করা হবে এই স্টেডিয়াম। যেখানে থাকবে সুইমিং পুল। একসঙ্গে যে পুলে নামতে পারবেন ২৫ হাজার জন। 


কুইন্সল্যান্ড প্রশাসন ইতিমধ্যেই এই বিষয়ে কাজ শুরু করে দিয়েছে। কুইন্সল্যান্ডের রাজধানীতে ২০৩২ সালে হবে অলিম্পিক। এর আগে ১৯৫৬ সালে মেলবোর্নে হয়েছিল অলিম্পিক। তারপর অলিম্পিকের আসর ২০০০ সালে বসেছিল সিডনিতে। এরপর ২০৩২ সালে তৃতীয়বার অস্ট্রেলিয়ার কোনও শহরে বসতে চলেছে অলিম্পিকের আসর।


দু’‌বছর আগেই সেখানকার সরকার গাব্বা ক্রিকেট স্টেডিয়ামকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছিল। যেখানে ইনডোর স্টেডিয়ামে অতিরিক্ত ১৭ হাজার আসন তৈরি করা হবে। 


এই নতুন স্টেডিয়ামকে এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে ভবিষ্যতে আরও বড় টুর্নামেন্ট এখানে আয়োজন করা যায়। আর গেমস ভিলেজ তৈরি করা হবে ব্রিসবেন স্টেডিয়ামের পাশেই। আয়োজকরা জানিয়েছেন, কুইন্সল্যান্ড টেনিস সেন্টার, গোল্ড কোস্ট হকি সেন্টারকেও নতুন করে ঢেলে সাজানো হবে।