আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও অশ্বিন আছেন অশ্বিনেই। ঘরোয়া লিগের ম্যাচেও মেজাজ হারিয়ে ফেলছেন এই অফস্পিনার। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে আউট হওয়ার পর মাঠেই মহিলা আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন তিনি। রাগে নিজের গায়েই ব্যাটের বাড়ি মারলেন অশ্বিন।
আইপিএল ছাড়াও তামিলনাড়ু প্রিমিয়ার লিগ খেলেন অশ্বিন। গত আড়াই মাস ধরে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলেছেন তিনি। এবার অশ্বিন দিন্দিগুল ড্রাগনসের হয়ে নেমেছেন তামিলনাড়ু প্রিমিয়ার লিগে। তিনিই দলের অধিনায়ক।
তিরুপ্পুর তামিঝানসের বিরুদ্ধে ম্যাচ ছিল অশ্বিনদের। ওপেন করতে নেমেছিলেন তিনি। ১১ বলে ১৮ রান করার পর সাই কিশোরের বলে সুইপ মারতে যান অশ্বিন। বল তাঁর প্যাডে লাগে। বোলার আবেদন করলে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা এক মহিলা আম্পায়ার অশ্বিনকে আউট দেন। খালি চোখে দেখে মনে হচ্ছিল বল লেগ স্টাম্পের বাইরে পড়েছে। কিন্তু প্রথম ওভারে দুটো ওয়াইডের পিছনে দুটো রিভিউ নষ্ট করে ফেলায় অশ্বিনদের হাতে কোনও রিভিউ ছিল না। ফলে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারেননি তিনি। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে পারেননি অশ্বিন। তর্কে জড়ান তিনি। আম্পায়ারকে অনেক বোঝানোর চেষ্টা করেন। কিন্তু আম্পায়ার নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। ফলে সাজঘরে ফিরতে হয় অশ্বিনকে। ফেরার সময় রাগে ব্যাট দিয়ে সজোরে নিজের প্যাডে বাড়ি মারেন অশ্বিন। ম্যাচটি অশ্বিনের দল হেরে যায়।
