আজকাল ওয়েবডেস্ক: অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার সময় ইংল্যান্ড শিবিরে ধরা পড়ল উত্তেজনার ছবি।
অ্যাডিলেড ওভালে ম্যাচ চলাকালীন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ও পেসার জোফ্রা আর্চারের মধ্যে তীব্র বাক্যবিনিময় চোখে পড়ে।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শুরুতে ৩২৬/৮ রান থেকে খেলা শুরু করে অস্ট্রেলিয়া। শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন মিচেল স্টার্ক। ইংল্যান্ড বোলারদের একের পর এক আক্রমণ করে বাঁহাতি এই ব্যাটার দ্রুত চারটি বাউন্ডারি মারেন এবং তুলে নেন নিজের অর্ধশতরান।
সেই সময় স্টার্কের ব্যাটিংয়ে রান আটকানোর কার্যত কোনও জবাব খুঁজে পাচ্ছিল না ইংল্যান্ড। এই পরিস্থিতিতেই আর্চারের সঙ্গে কথা বলতে দেখা যায় অধিনায়ক স্টোকসকে।
আর্চারের বোলিংয়ে নিয়ন্ত্রণের অভাব নিয়ে বিরক্তি প্রকাশ করছিলেন ইংল্যান্ড অধিনায়ক, এমনটাই স্পষ্ট হয় মাঠের দৃশ্যে। এরপরই আর্চার স্টার্ককে আউট করতে সক্ষম হলেও, উইকেট নেওয়ার পরেও দু’জনের মধ্যে উত্তেজনা থামেনি।
উদযাপনের সময়ও কথাবার্তা চলতে থাকে। স্টোকসকে আর্চারকে লাইন ও লেন্থে মনোযোগ দেওয়ার পাশাপাশি, নির্ধারিত ফিল্ড অনুযায়ী বোলিং চালিয়ে যাওয়ার নির্দেশ দিতে দেখা যায়।
ঘটনার সময় ধারাভাষ্যে থাকা অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং বলেন, ‘স্টোকস আর আর্চারের মধ্যে যে কথাবার্তা হচ্ছিল, সেটার পরেই ওই ডেলিভারিতে উইকেটটা আসে। আর তারপরই স্টোকসের প্রতিক্রিয়া দেখা যায়।’
পন্টিং আরও যোগ করেন, ‘এই আলোচনা আরও কিছুক্ষণ চলবে বলেই মনে হচ্ছিল। স্টোকস সরাসরি আর্চারের কাছে চলে যায়। জোফ্রার নিজের মুখে একটা আলতো থাপ্পড় দেওয়ার ভঙ্গিও দেখা যায়। মনে হয় স্টোকসও হয়তো সেটাই করতে চাইছিল!’
অ্যাশেজ সিরিজের তৃতীয় ম্যাচও এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার দিকেই ঝুঁকে রয়েছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তোলে ৩৭১ রান। অজি অধিনায়ক প্যাট কামিন্স (৩/৫৪) এবং নাথান লিয়ন (২/৫১) দুর্দান্ত বোলিং করেন।
অ্যাডিলেড ওভালে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডকে রান ২১৩। ইতিমধ্যেই আট উইকেট হারিয়েছে তারা। দ্বিতীয় দিনের সকালে অস্ট্রেলিয়ার শেষ দু’উইকেট দ্রুত তুলে নিয়ে ইংল্যান্ড ভাল জায়গায় আছে বলেই মনে হচ্ছিল। কিন্তু ব্যাট করতে নেমে দ্রুত ছন্দ হারায় সফরকারী দল।
দিনের শেষে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার থেকে ১৫৮ রানে পিছিয়ে রয়েছে, যা ম্যাচে অস্ট্রেলিয়াকে সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে সুবিধাজনক জায়গায় এনে দিয়েছে।
