আজকাল ওয়েবডেস্ক: তিনি আরেক লিও। এই লিও আবার মেসির মতো বিশ্ববন্দিত নন। তীব্র সমালোচিত। রক্তাক্ত। একসময়ে নাক উঁচু ইংরেজদের ক্লাব থেকে চোখের জলে বিদায় নিয়েছিলেন। বলেছিলেন, ''আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে।''
তাঁর বাবার কাঁধে মুখ গুঁজে কেঁদে চলেছিলেন। তাঁর কোচ, সতীর্থরা তাঁকে ভিলেন সাজিয়েছিলেন। ১৬ বছর আগের এক ঘটনার জন্য আজও তাঁকে ক্ষমা করতে পারেন না ওয়েস্ট হ্যামের সমর্থকরা। সেই সময়ের কোচ, সতীর্থরা তার পর থেকে কথা বন্ধ করে দিয়েছিলেন এই লিওর সঙ্গে। এই লিও হলেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দুটো কোপা, বিশ্বকাপ।
এহেন আর্জেন্টাইন কোচ সম্প্রতি স্প্যানিশ সাংবাদিক সিরো লোপেজের অনুষ্ঠান সিরো ভিএআরে হাজির হয়েছিলেন। একাধিক প্রশ্ন করা হয়েছিল তাঁকে। তার মধ্যে একটি ছিল, এই মুহূর্তে বিশ্বের তিন সেরা ফুটবলার কে কে?
প্রশ্নটা শুনে কেরিয়ারের পড়ন্ত বেলার মেসির কথা অনেকেই বলবেন। আর যেহেতু অতিথি হিসেবে উপস্থিত স্কালোনি, তাই সবাই তাঁর কাছে প্রত্যাশা করবেন, তিনি বলবেন মেসির কথা। স্কালোনি শেষপর্যন্ত সেরা তিনের তালিকায় রাখেননি মেসিকে। তার কারণ প্রসঙ্গে বলেন, ''মেসিকে এই তালিকায় আমরা রাখছি না। কারণ তাতে মেসি বিরক্ত হতে পারে।''
স্কালোনির সেরা তিনে জায়গা পেয়েছেন কিলিয়ান এমবাপে, লামিনে ইয়ামাল। তৃতীয় নামটির জন্য লাওতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজের মধ্যে যে কোনও একজন জায়গা পাবেন বলে মনে করেন স্কালোনি।
