আজকাল ওয়েবডেস্ক: ভেনিজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা জিতল ১-০ গোলে। নীল-সাদা জার্সিধারীদের হয়ে গোলটি করেন জিওভানি। আর্জেন্টিনা অবশ্য বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। এখন বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। দুটি ম্যাচ খেলবে তারা।
মার্কিন মুলুকে ১১ তারিখ ভেনিজুয়েলার বিরুদ্ধে নামার কথা ছিল। সেই ম্যাচে নীল-সাদারা জিতল। কিন্তু যাবতীয় আলোচনা হল মেসিকে নিয়ে। পরের প্রীতি ম্যাচ ১৪ তারিখ। আর্জেন্টিনার প্রতিপক্ষ পোর্তো রিকা।
আরও পড়ুন: অনবদ্য শতরানে রোহিত-বিরাটকে ছাপিয়ে গেলেন গিল, ৫১৮ রানে ইনিংস ঘোষণা ভারতের
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনিজুয়েলার বিরুদ্ধে ম্যাচটা ছিল। সেই ম্যাচে মেসি না-ও খেলতে পারেন, এমন একটা আভাস ছিল। পরিবর্ত হিসেবে নামার সম্ভাবনাই বেশি। গত ২৭ দিনে ইন্টার মায়ামির হয়ে সাতটা ম্যাচ খেলেছেন মেসি। ফলে আর্জেন্টাইন কিংবদন্তি ক্লান্ত। সেই কারণে প্রীতি ম্যাচে মেসিকে না নামানোর সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। বিশ্রাম দেওয়াই যুক্তিযুক্ত বলে মনে করা হয় আর্জেন্টাইন ম্যানেজমেন্টের তরফ থেকে।
বিশ্বকাপের আগে এই ধরনের প্রস্তুতি ম্যাচে পরীক্ষা নিরীক্ষার একটা সুযোগ রয়েছে। সেই পরীক্ষা নিরীক্ষার জন্যই মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে। আর যারা সুযোগ বেশি পাননি তাঁদের দেখে নেওয়াকেই অগ্রাধিকার দেন স্কালোনি। ভেনিজুয়েলার বিরুদ্ধে মেসির পজিশনে সুযোগ দেওয়া হয় নীল-সাদার তরুণ ফরোয়ার্ড নিকো পাজকে। দি পলকেও প্রথম একাদশে রাখা হয়নি। আলভারেজের পরিবর্ত হিসেবে মাঠে নামেন দি পল। স্কালোনি বলেছেন, ''মেসিকে বাইরে রাখার সিদ্ধান্ত আমার।'' বক্সে বসে দেশের খেলা দেখছিলেন মেসি। বেশ কয়েকজন খুদে ভক্ত মেসির সঙ্গে দেখা করে।
এদিকে মেসির কলকাতা সফর নিয়ে উত্তেজনা বাড়ছে। জানা গিয়েছে, মেসির সামনে যুবভারতী স্টেডিয়ামে ডার্বি হবে। মেসি পুরস্কার দেবেন। মেসিকে দেখার টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে। কলকাতা সফরে আসার আগে মেসি কেরলে খেলবেন। সেটিও প্রীতি ম্যাচ। খুব সম্ভবতা আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সরকারি বিবৃতিতে বলা হয়েছিল, ‘আর্জেন্টিনা জাতীয় দল, লিওনেল স্কালোনির কোচিংয়ে, ২০২৫ সালের বাকি সময়ে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। প্রথমটি অক্টোবরের ৬ থেকে ১৪ তারিখের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে। দ্বিতীয়টি নভেম্বরে, ১০ থেকে ১৮ তারিখের মধ্যে, আঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরলে আয়োজিত হবে। প্রতিপক্ষ ও শহর পরে ঘোষণা করা হবে’। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার একপ্রকার নিশ্চিত, কেরলে মেসির আর্জেন্টিনাকে খেলতে দেখা যাবে।কলকাতাতেও দেখা যাবে মেসিকে।
