?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by UEFA EURO (@uefaeuro)
তবে এই মেগাইভেন্ট কোথায় হবে, তা এখনও স্থির হয়নি। শুরুতে ম্যাচটিযুক্তরাষ্ট্রেআয়োজনেরকথা থাকলেও এখন কাতার ও সৌদিআরবওআগ্রহপ্রকাশ করেছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিওতাপিয়া ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েললোজান ১৭ থেকে ২৫ মার্চের মধ্যে কোনও একদিন ম্যাচটিআয়োজনের বিষয়ে একমত হয়েছেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by UEFA EURO (@uefaeuro)
ফিনালিসিমায়এখনকার প্রজন্মের ইয়ামাল ও ফুটবলের রাজপুত্রমেসির মধ্যে ফুটবল যুদ্ধ। এখনকার প্রজন্ম অবশ্য ইয়ামালেইমজে। বার্সেলোনার সঙ্গে ইয়ামালের নতুন চুক্তি হয়েছে। এক অনুষ্ঠানে ১০ নম্বর জার্সি তাঁর হাতে তুলে দিয়েছেন ক্লাবের সভাপতি জোয়ানলাপোর্তা।
ঐতিহ্যশালী লা মাসিয়াঅ্যাকাডেমি থেকে উঠে আসা লামিনেইয়ামাল ইতিমধ্যেই দেশ এবং ক্লাবের হয়ে নজর কেড়েছেন। বার্সেলোনাও তাঁকে আগামী দিনের তারকা হিসাবে তুলে ধরার চেষ্টা করছে। ১৫ বছর বয়সে অভিষেকের পর থেকেই ধারাবাহিকভাবে ভাল খেলছেন তিনি। বার্সেলোনার হয়ে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ ইতিমধ্যেই জিতেছেনইয়ামাল।
বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পেয়ে ইয়ামাল আপ্লুত। বলেছেন, ‘'মেসি ১০ নম্বর জার্সিতে নিজের মতো পথ তৈরি করেছিল। আমি নিজের মতো রাস্তা তৈরি করব। ওঁরা তিন জন (মেসি, রোনাল্ডিনহো, মারাদোনা) ক্লাবের কিংবদন্তি। প্রত্যেকেওঁদেরমতো খেলার স্বপ্ন দেখে। আমি ওঁদের উত্তরাধিকার এগিয়েনিয়ে যাওয়ার চেষ্টা করব। বার্সেলোনার হয়ে অভিষেকের ফলে স্বপ্ন পূরণ হয়েছে। এ বার ১০ নম্বর জার্সিও পেলাম। যারাই এই ক্লাবে খেলে তাঁরাই এই স্বপ্ন দেখে। আমি গর্বিত। ভীষণ আনন্দিত।’'
বার্সেলোনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করেছেন সদ্য ১৮–য় পরা ইয়ামাল। বছরে প্রায় ৪০০ কোটি টাকা করে পাবেন তিনি। ফলে বার্সেলোনার সবচেয়ে দামী ফুটবলারও হবেন। টপকে যাবেন রবার্ট লেয়নডস্কিকে। ইয়ামালের ‘রিলিজ ক্লজ’ রাখা হয়েছে ৯৯৭২ কোটি টাকা। অর্থাৎ কোনও ক্লাব চুক্তি ভাঙিয়ে ইয়ামালকে কিনতে চাইলে তাদের এই টাকা বার্সেলোনাকে দিতে হবে।
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করলেও আইনি সমস্যায় মধ্যে পরতে পারেন ইয়ামাল। প্রসঙ্গত, স্পেনের ইবিজায় ধুমধাম করে নিজের জন্মদিন পালন করেন স্পেনের বিস্ময় প্রতিভা। সেই পার্টিতে উপস্থিত ছিলেন তাঁর বার্সেলোনার সতীর্থ আলেজান্দ্রো বালদে ও গাভি। আর সেই পার্টি নিয়ে মহা সমস্যায় পড়ে গিয়েছেন ইয়ামাল। এমনকী তাঁর বিরুদ্ধ্বে আইনি ব্যবস্থার হুমকিও দেওয়া হচ্ছে।
এই পার্টি নিয়ে ইতিমধ্যেই একপ্রস্থ জলঘোলা হয়েছে। কারণ পার্টির পরদিনই বার্সেলোনায় মেডিক্যাল ছিল ইয়ামালদের। সেখানে তিন ফুটবলার সুস্থভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কি না, সেই প্রশ্ন ছিল। এবার নয়া বিতর্কে জড়ালেন ইয়ামাল। জানা যাচ্ছে, জন্মদিনের পার্টিতে বিনোদনের জন্য কয়েকজন বামনকে ভাড়া করেছিলেন ইয়ামাল। যাদের উদ্দেশ্য ছিল অতিথিদের মজা দেওয়া।