আজকাল ওয়েবডেস্ক: ডুরান্ড কাপের জন্য নথিভুক্ত করানো হল আনোয়ার আলিকে। অর্থাৎ, কার্লেস কুয়াদ্রাত চাইলে আসন্ন ডার্বিতে তাঁকে খেলতে দেখা যেতে পারে। সবে রবিবার রাতে শহরে পা রাখেন আনোয়ার। কিন্তু কোনও সময় নষ্ট করেনি ইস্টবেঙ্গল। পরের দিনই তড়িঘড়ি মোহনবাগানের প্রাক্তন ডিফেন্ডারকে সই করিয়ে নিল। পরিস্থিতি যা তাতে আসন্ন ডার্বিতে আনোয়ারকে খেলতে দেখার সম্ভাবনাই বেশি। যদিও এখনও লাল হলুদ জার্সিতে প্র্যাকটিসে নামেননি তিনি। তবে এখনও পাঁচদিন সময় আছে। তার আগে ডার্বির জন্য তৈরি হয়ে যেতেই পারেন। এবার ভাল দল গড়েছে ইস্টবেঙ্গল। তবে রক্ষণ একটু কমজোরী। ডুরান্ডের দুটো ম্যাচেই গোল হজম করেছে ইস্টবেঙ্গল। আনোয়ারের সংযোজনে রক্ষণ অনেকটাই মজবুত হবে। তাই আগামী রবিবার হিজাজির সঙ্গে আনোয়ারকে জুটি বাঁধতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। 

রঞ্জিত বাজাজের সঙ্গে আগের দিন রাতেই শহরে চলে আসেন আনোয়ার। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিল লাল হলুদ সমর্থকরা। তবে শেষপর্যন্ত ইস্টবেঙ্গল জার্সিতে আনোয়ার মাঠে নামলেও, ক্লাবকে গুনতে হবে বড় জরিমানা। পাশাপাশি ট্রান্সফার ব্যানও হবে। ২২ আগস্টের বৈঠকে টাকার অঙ্ক ঠিক হবে। শোনা যাচ্ছে, বড় অঙ্কের জরিমানা দিতে হবে ইস্টবেঙ্গলকে। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে আনোয়ারকে কোনও এনওসি দেওয়া হয়নি। ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অর্ডার এনওসি হিসেবে গণ্য করা হবে। তাতে আনোয়ারকে ফ্রি প্লেয়ার হিসেবে উল্লেখ করা হয়। অর্থাৎ, তিনি যেই ক্লাবে খেলতে চান, সেখানেই খেলতে পারবেন। আনোয়ারের ফুটবল জীবনের কথা ভেবেই ১০ আগস্ট এমন সিদ্ধান্ত নেয় ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি।