আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়া ওপেন ২০২৫-এর দ্বিতীয় দিনে ভারতীয় শাটলারদের মধ্যে উজ্জ্বল হয়ে ধরা দিলেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন অনুপমা উপাধ্যায়। সিঙ্গলস ইভেন্টে ছিটকে গেলেন এইচ এস প্রণয়, লক্ষ্য সেন ও প্রিয়াংশু রাজাওয়াত। পুরুষদের মধ্যে কিরণ জর্জ সিঙ্গলসে টিকে রয়েছেন।
মহিলাদের সিঙ্গলসে অনুপমা পিভি সিন্ধুর সঙ্গে যোগ দিলেন দ্বিতীয় রাউন্ডে। অনুপমা হারান গোপীচাঁদ অ্যাকাডেমির ট্রেনি রক্ষীতা শ্রীকে। পরের রাউন্ডে অনুপমার সামনে প্রাক্তন জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন ও ষষ্ঠ বাছাই তোমোকা মিয়াজাকি।
প্রিয়াংশু রাজাওয়াত উজ্জীবিত পারফরম্যান্স তুলে ধরেন জাপানের কোদাই নারাওকার বিরুদ্ধে। কিন্তু শেষ মেশ ১৬-২১, ২২-২০ এবং ১৩-২১-এ হার মানেন। পাশের কোর্টেই তখন চাইনিজ তাইপের সু লি ইয়াংয়ের বিরুদ্ধে লড়ছেন প্রণয়। তিনিও ২১-১৬, ১৮-২১, ১২-২১-এ হার মানেন। লক্ষ্য সেন সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল সুপার ৩০০ খেতাব জিতেছিলেন গত মাসে। সেই লক্ষ্য এদিন হতাশ করেন। চাইনিজ তাইপের খেলোয়াড় চুন ই লিনের কাছে ১৫-২১, ১০-২১-এ পরাস্ত হন।
