আজকাল ওয়েবডেস্ক: উইম্বলডন মুখ ফিরিয়ে নেয় বেলারুশের আরিনা সাবালেঙ্কার থেকে। দু'বার অস্ট্রেলিয়ান ওপেন ও একবার যুক্তরাষ্ট্র ওপেনের মালকিন তিনি। ফরাসি ওপেনের ফাইনালেও তিনি খেলেন।

কিন্তু ওই যে বলা হল, উইম্বলডন তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। সেমিফাইনালের হার্ডলসটা কোনওবারই টপকাতে পারেননি সাবালেঙ্কা। এবারও পারলেন না। 
মেয়েদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এক নম্বর খেলোয়াড় ও টুর্নামেন্টের শীর্ষ বাছাই হিসেবে সাবালেঙ্কা এবার নেমেছিলেন। সবার প্রত্যাশা তাঁকে নিয়েছিল। সাবালেঙ্কা সবাইকেই হতাশ করলেন। 

আরও পড়ুন: কেমন আছেন ফর্মে থাকা পন্থ? লর্ডস টেস্টের প্রথম দিনেই জরুরি আপডেট দিল বিসিসিআই

যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিমোভার কাছে হেরে গিয়ে বিদায় নিলেন উইম্বলডন থেকে। সেন্টার কোর্টে সাবালেঙ্কাকে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবার কোনও গ্র্যান্ড স্লামের ফাইনালে পৌঁছে গেলেন আনিসিমোভা। 

রাশিয়ান বংশোদ্ভূত এই মার্কিন খেলোয়াড় এর আগে ২০১৯ সালের ফরাসি ওপেনের শেষ চারে পৌঁছেছিলেন। সাবালেঙ্কাকে হারিয়ে তিনি যে ফাইনালে পৌঁছে গিয়েছেন তা নিজেই বিশ্বাস করতে পারছেন না।

সাবালেঙ্কা ও আনিসিমোভার লড়াই হয় ২ ঘণ্টা ৩৬ মিনিট ধরে। জেতার পরে আনিসিমোভা বলেন, ''এখনও বাস্তব বলে মনেই হচ্ছে না। সাবালেঙ্কা কঠিন প্রতিপক্ষ। ম্যাচটা কীভাবে জিতলাম, তা বুঝতেই পারছি না।'' 

আরও পড়ুন: সারার দিকে তাকিয়ে গিলের হাসি, সম্পর্ক কি আবার জোড়া লাগল, তুঙ্গে জল্পনা