আজকাল ওয়েবডেস্ক: মাত্র ৬ মাসেই জুটি ভেঙে গেল নোভাক জকোভিচ ও অ্যান্ডি মারের। একসময়ে টেনিস কোর্টে নোভাক জকোভিচের দারুণ প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যান্ডি মারে। ব্রিটিশ তারকা
অ্যান্ডি মারে র্যাকেট তুলে রেখে দিয়েছেন। কিন্তু নোভাক জকোভিচ খেলেই চলেছেন। সার্বিয়ান তারকার কোচ হিসেবে দেখা গিয়েছিল মারেকে। সেই মারে ও জোকার পারস্পরিক সম্মতিতে সরে দাঁড়ালেন। জকোভিচকে কোচিং করানোর আগে মারের কোচিং অভিজ্ঞতাই ছিল না।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Andy Murray (@andymurray)
মারে সরে যাওয়ায় জকোভিচের কাজ আরও কঠিন হয়ে গেল বলা যায়। গত দুটো টুর্নামেন্টে প্রথম ম্যাচেই হেরে যান জোকার। চলে যাওয়ার সময়ে মারে বলেন, ''নোভাককে অসংখ্য ধন্যবাদ। একসঙ্গে কাজ করার অবিশ্বাস্য সুযোগ দেওয়া হয়েছিল আমাকে। গত ৬ মাসে কঠিন পরিশ্রম করা হয়েছে। বাকি মরশুমের জন্য নোভাককে শুভেচ্ছা জানাই।''
মারে-জকোভিচ জুটির গোড়ার দিকে মনে হচ্ছিল ঠিক পথেই এগোচ্ছেন তাঁরা। অস্ট্রেলিয়ান ওপেনে কার্লোস আলকারাজকে হারান জকোভিচ। পায়ের চোটের জন্য সেমিফাইনালে আলেজান্ডার জেরেভের বিরুদ্ধে আর নামেননি জোকার। মারেকে শুভেচ্ছা জানিয়ে একসময়ের প্রতিদ্বন্দ্বী জকোভিচ বলেন, ''গত ৬ মাসে কঠিন পরিশ্রম, মজা এবং সাপোর্টের জন্য ধন্যবাদ কোচ অ্যান্ডি। আমাদের বন্ধুত্ব আরও গভীর হল, প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।''