আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন বিমানবন্দরে পা রাখার পর এক মহিলা অজি সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েছিলেন বিরাট কোহলি। 

সেই মহিলা  সাংবাদিকের নাম ন্যাট ইওয়ানিডিস। কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার পর থেকেই তিনি ভাইরাল। 

দশ বছরের বেশি সময় তিনি অতিবাহিত করেছেন সাংবাদিকতায়। অস্ট্রেলিয়ায় বেশ জনপ্রিয় তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়ার প্রাক্তন কর্মী ন্যাট। 

মেলবোর্নে কোহলির  সঙ্গে যখন ঝামেলায় জড়িয়ে পড়েন সেই সময়ে চ্যানেল সেভেনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবন্দরে। 

বিমানবন্দরে সেদিন অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ডের সাক্ষাৎকার নিচ্ছিলেন ন্যাট। সেই সময়ে কোহলি ও তাঁর পরিবারও মেলবোর্ন বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ক্যামেরা সঙ্গে সঙ্গে কোহলির দিকে ফোকাস করে। এটা দেখেই মেজাজ হারান কোহলি। চ্যানেল সেভেনের ক্যামেরা ভারতের তারকা ক্রিকেটারকে ফোকাস করা হলে অবাক হয়ে যান তিনি। মহিলা টিভি রিপোর্টার ন্যাটের সঙ্গে তর্ক জুড়ে দেন বিরাট। মহিলা সাংবাদিককে ভারতের তারকা বলেন, তাঁর প্রাইভেসি থাকছে না। 

সেই ঘটনার পর থেকেই ভাইরাল হয়ে যান ন্যাট। অস্ট্রেলিয়ার বিশিষ্ট সাংবাদিক টনি জোন্স   বিরাটের সমালোচনা করে বলেন, কোহলি ধমকাচ্ছিলেন ন্যাটকে। তিনি আরও বলেন, কোহলি সব বিষয়েই অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান। সংশ্লিষ্ট মহিলা সাংবাদিককে ভর্ৎসনা করে ঠিক কাজ করেননি কোহলি। 

যদিও অনেকেই মনে করছেন বক্সিং ডে টেস্টের আগে অজি মিডিয়া ভারতীয় দলকে চাপে ফেলার চেষ্টা করছে। 

সেদিনের ঘটনার সুর অবশ্য বেশিক্ষণ সপ্তমে ছিল না। পরিস্থিতি কিছুক্ষণ পরেই নিয়ন্ত্রণে আসে। মহিলা সাংবাদিক ন্যাট কোহলিকে জানান, তাঁর সন্তানদের ছবি ফ্রেমবন্দি করা হয়নি। রিপোর্ট অনুযায়ী, কোহলিকে পরে চ্যানেল সেভেনের সাংবাদিকের সঙ্গে হাত মেলাতেও দেখা যায়। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ন্যাট। সাংবাদিকতায় ডিগ্রিও রয়েছে তাঁর ঝুলিতে। টেনিস, ক্রিকেট, অস্ট্রেলিয়ান ফুটবলের মতো ইভেন্টও কভার করেছেন তিনি। এতেই বোঝা যায় বিভিন্ন খেলাধুলোর প্রতি তাঁর আগ্রহ যেমন য়েছে, তেমনই জ্ঞানও রয়েছে। 

যদিও এই ঘটনার পরে দ্বিধাবিভক্ত হয়ে যান ভক্ত ও বিশেষজ্ঞরা। কেউ সমর্থন করেছেন কোহলিকে, কেউ আবার ন্যাটকে। 

চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনা, নিন্দা, কৌতূহলের মধ্যেও  ন্যাট কিন্তু সাংবাদিকতার  পেশাদারিত্ব থেকে সরে আসেননি। ভাইরাল হয়ে যাওয়া ঘটনা নিয়ে একটি শব্দও খরচ করেননি।