আজকাল ওয়েবডেস্ক:মহিলাদের বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেলেন নিউ জিল্যান্ডের তারকা অলরাউন্ডার অ্যামেলিয়া কার। 

গত বছর দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। তার জন্য মহিলাদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারও নির্বাচিত হন অ্যামেলিয়া। 

এবার আরও বড় স্বীকৃতি পেলেন। নিউ জিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে ‘র‍্যাচেল হেহো ফ্লিন্ট ট্রফি’ জেতা প্রথম ক্রিকেটার অ্যামেলিয়া। 

গণমাধ্যমের প্রতিনিধি, আইসিসি ভোটিং অ্যাকাডেমি এবং সমর্থকদের ভোটে নির্বাচিত ২০২৪ সালের সেরা মহিলা ক্রিকেটারের নাম আইসিসি প্রকাশ করে মঙ্গলবার। 

শ্রীলঙ্কার চামারি আটাপাট্টু, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডকে হারিয়ে জেতেন অ্যামেলিয়া। 


গত বছর ৯টি ওয়ানডে থেকে অ্যামেলিয়ার সংগ্রহ ২৬৪ রান। উইকেট নেন ১৪টি। 

২০২৪ সালটা দারুণ গিয়েছে অ্যামেলিয়ার। নিউ জিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল তাঁর। ৬টি ম্যাচে রান করেন ১৩৫। উইকেট নেন ১৫টি। 

ফাইনালে নিউ জিল্যান্ডের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ৩৮ বলে ৪৩ রান করার পাশাপাশি ২৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।  টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও অ্যামেলিয়া।